ফিরে দেখা
সেদিন রণক্ষেত্র হয়ে উঠেছিল মহিপাল, গুলিতে লুটিয়ে পড়েন ৭ তরুণ
চব্বিশের ৪ আগস্ট বা ৩৫ জুলাই। স্বৈরাচারবিরোধী একদফা আন্দোলনের ঢেউ যখন সারাদেশে ছড়িয়ে পড়ে, তখন উত্তাল ছিল ফেনীর মহিপাল। হাজারো শিক্ষার্থী রাস্তায় নামেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। ছাত্র-জনতা ও পুলিশ-আওয়ামী বাহিনীর সংঘর্ষে হয়ে ওঠে ভয়ংকর যুদ্ধক্ষেত্র। গুলিতে লুটিয়ে পড়েন একে একে সাত তরুণ।
আন্দোলনের অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীরা স্মৃতিচারণে উঠে এসেছে সে বর্ণনা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে মহিপালে কর্মসূচি করছিল ফেনীর ছাত্র-জনতা। মুখে ছিল একটাই স্লোগান ‘দফা এক দাবি এক, স্বৈরাচার হাসিনার পদত্যাগ’। অন্যদিকে শহরের ট্রাংক রোডে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা। সকাল থেকে শান্ত থাকলেও দুপুর হতেই পরিস্থিতি হয়ে উঠে উত্তপ্ত। রাস্তায় দাঁড়িয়েই জোহরের নামাজ আদায় শেষে দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে নির্যাতন ও বৈষম্যের বিচার দিচ্ছিলেন ফেনীর ছাত্র-জনতা।
হঠাৎ করেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সেদিন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনীর সাবেক এমপি নিজাম হাজারীর নির্দেশে যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত গুলিবর্ষণে মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে রাজপথ। চোখের সামনে একে একে লুটিয়ে পড়ে শ্রাবণ, মাসুদ, সিহাব ও শাহীসহ ৭ জন তরুণ। আহত হন ৪ শতাধিক মানুষ। সেদিনের ফেনীর মহিপাল যেন এক যুদ্ধক্ষেত্র। আন্দোলনের দেশের অন্যস্থানেও ফেনীর তিন যুবক নিহত হন। মোট নিহতের সংখ্যা ১০ জন। ভয়াল সেই বীভৎস দিনের কথা মনে এলে এখনো গা শিউরে ওঠে প্রত্যক্ষদর্শীদের।

তবে বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে সেসব অস্ত্রধারী সন্ত্রাসীরা। উদ্ধার হয়নি হামলায় ব্যবহৃত সব অস্ত্রও। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন শহীদ পরিবারের সদস্যরা। অতি দ্রুত অস্ত্রধারীদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি করছেন তারা।
পুলিশ বলছে, এ ঘটনায় জেলায় ছয়টি থানায় ৭টি হত্যা মামলা ও ১৫টি হত্যাচেষ্টা মামলা হয়েছে। যেখানে এজাহারভুক্ত আসামি রয়েছে ২১৯৯জন ও অজ্ঞাতপরিচয় আসামি ৪ হাজার। গ্রেফতার করা হয়েছে এক হাজারেরও বেশি। এর মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন ১১জন। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অপরদিকে আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বাদী পক্ষের (শিক্ষার্থীদের) আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
তবে গত ৩১ জুলাই একটি মামলায় ২২১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে অভিযুক্তদের মধ্যে ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী রয়েছেন।
মহিপালের এই হত্যাযজ্ঞ, রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে কোনো জেলা শহরে একদিনে সর্বোচ্চ রক্তাক্তের ঘটনা।

আন্দোলনকারী আবদুল্লাহ আল-যোবায়ের বলেন, প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত না হলে এ আন্দোলনের বেদনা যেমন থাকবে, তেমনি বারবার পুনরাবৃত্তি ঘটতে পারে এমন ঘটনার। দৃষ্টান্তমূলক বিচারই পারে শহীদ পরিবারের অন্তত সামান্য সান্ত্বনা ফিরিয়ে আনতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহম্মদ হতাশা ও আক্ষেপ প্রকাশ করে বলেন, অনেক আসামি দেশের বাইরে চলে গেছে। আবার অনেকে দেশে থাকা সত্ত্বেও এখনো আইনের আওতায় আসেনি। বিচার নিশ্চিত না হলে আমাদের হাজারো সন্তানের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে। কোটি কোটি টাকা বা অট্টালিকা আমরা চাই না। সন্তানের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারই একমাত্র চাওয়া।
তিনি আরও বলেন, আমাদের এখন আর কোনো আনন্দ নেই। আখিরাতে ছেলের সঙ্গে দেখা হলে সেদিন আনন্দ হবে। বুকে পাথর নিয়ে চলাফেরা করি। কাউকে বলতে পারি না সন্তান হারানোর এই কষ্ট।

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতি হতাশা ব্যক্ত করে তিনি বলেন, উনারা (ছাত্ররা) বিভিন্ন রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন রাজনৈতিক দল নিয়ে এসেছে। শহীদ পরিবারের দিকে কে তাকাবে? এজন্য এখনো বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়। আমরা ন্যায্য ও প্রাপ্য অধিকার চাই।
শ্রাবণের মা ফাতেমা আক্তার শিউলী বলেন, ৪ আগস্টের পর থেকে সব আনন্দ চলে গেছে। আমাদের গোছানো একটা জীবন অগোছালো হয়ে গেছে। জীবনের সব আনন্দ ওইদিনই শেষ হয়ে গেছে। বড় মেয়েটি সারাক্ষণ একা একা বসে কান্না করে, শ্রাবণই ছিল তার ভাই-বন্ধু। মেয়েটি কাউকে কিছু বোঝাতে পারে না এখনো। ভাইয়ের শোকে কারো সঙ্গে কথা বলে না। আমার আনন্দ বা সুখ-আহ্লাদ সবকিছু আমার ছেলের কাছে রয়ে গেছে।
তিনি আরও বলেন, এখন শুধু সুষ্ঠু একটি বিচারই আমাদের চাওয়া। এজাহারভুক্ত আসামিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। বড় বড় আসামিরা দেশের বাইরে পালিয়ে গেছে। এ দুনিয়াতে বিচার না হলেও মহান আল্লাহর কাছে বিচার দিয়েছি। আমি তো সন্তানক হারিয়ে ফেললাম, বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। আমার ছেলে সবসময় ধর্মীয় রীতিনীতি মেনে চলত। এসব বিষয়ে ভীষণ আন্তরিক ছিল সে।

ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, আন্দোলনে ফেনীতে হতাহতের সংখ্যা অন্য জেলার চেয়ে তুলনামূলক বেশি ছিল। ক্ষতিগ্রস্তদের আর্থিক, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে জেলার ১০টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির তিনজনকে ৬ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরির ৩০ জনকে ৩০ লাখ টাকা এবং ‘সি’ ক্যাটাগরির ৩৪৩ জনকে ৩ কোটি ৪৩ লাখ টাকা দেওয়া হয়েছে। এসব সহায়তার বাইরেও জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে সবমিলিয়ে হতাহতদের এখন পর্যন্ত প্রায় ৫ কোটি ৫৪ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ২২টি মামলা হয়েছে। তারমধ্যে ৭টি হত্যা ও ১৫টি হত্যাচেষ্টা মামলা। এসব মামলায় ২ হাজার ১৯৯ জন এজাহারভুক্ত ও ৪ হাজার অজ্ঞাত আসামি রয়েছে। তাদের মধ্যে ১ হাজারের বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার থাকা ১১ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইতোমধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এমএন/এএসএম
টাইমলাইন
- ০১:২১ পিএম, ০৬ আগস্ট ২০২৫ গণতন্ত্রের পথ সুগম করায় সরকারের সবাইকে তারেক রহমানের ধন্যবাদ
- ০১:১৭ পিএম, ০৬ আগস্ট ২০২৫ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত
- ০১:১৪ পিএম, ০৬ আগস্ট ২০২৫ সরকার হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ: আখতার
- ০১:০২ পিএম, ০৬ আগস্ট ২০২৫ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই
- ১০:৫১ এএম, ০৬ আগস্ট ২০২৫ ঘোষণাপত্রে বিএনপি-এনসিপিকে সন্তুষ্ট করা হয়েছে, দাবি বিশ্লেষকদের
- ০৯:১০ এএম, ০৬ আগস্ট ২০২৫ অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
- ০৮:২৪ এএম, ০৬ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বার্লিনে বিএনপির বিজয় উৎসব
- ১০:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির
- ০৯:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হতে না পারে
- ০৯:৩৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘জুলাই সনদ’ চূড়ান্ত হওয়ার পর্যায়ে: প্রধান উপদেষ্টা
- ০৯:০৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নারী ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট দিতে পারেন নিশ্চিত করতে চাই
- ০৯:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ একটা গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে উন্মুখ হয়ে আছে
- ০৮:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ এবার আমরা সবাই ভোট দেবো, কেউ বাদ যাবে না
- ০৮:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আগামীকাল থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবো
- ০৮:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা
- ০৮:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে
- ০৮:৩২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ গুলি কইরা অনেক মানুষ মারছে, পুলিশের ফাঁসি চাই
- ০৮:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
- ০৭:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- ০৭:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নীরব বিএনপি, প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রতিক্রিয়া
- ০৭:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ উপযুক্ত খেতাব চান জুলাই আহতরা
- ০৭:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন...’
- ০৭:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ: ডা. তাহের
- ০৭:০৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আগামীর শাসকদের জুলাই আন্দোলন-হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ
- ০৭:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে
- ০৬:৫৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অবৈধভাবে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করেছে
- ০৬:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
- ০৬:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বীরদের উৎসর্গ করে জুলাইয়ের গল্প শোনালেন সায়ান
- ০৬:৩৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ৮২ শহীদ পরিবার ও ১৪৮৩ জুলাই যোদ্ধাকে ঢাকা জেলা প্রশাসনের সংবর্ধনা
- ০৬:৩৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আন্দোলনকারী ছাত্র-জনতা পাবেন আইনি সুরক্ষা
- ০৬:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ যা আছে জুলাই ঘোষণাপত্রে
- ০৬:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্বাধীনতার পর সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল
- ০৬:২৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণের লড়াইকে সমর্থন করে সামরিক বাহিনী
- ০৬:২৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ফরিদপুর থেকে ১৭ যোদ্ধাকে নিয়ে ছেড়েছে স্পেশাল ট্রেন
- ০৬:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্ত্রী-মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল মামুনের, ফেরেন লাশ হয়ে
- ০৬:১৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বুঝতে শেখার আগেই রাজনীতির শিকার যারা
- ০৬:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ প্রধান উপদেষ্টার পাশে যেসব রাজনৈতিক দলের নেতারা
- ০৬:০৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন: প্রধান উপদেষ্টা
- ০৬:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে নাহিদকে জড়িয়ে ধরলেন প্রধান উপদেষ্টা
- ০৫:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ এক বছরেও শেষ হয়নি তদন্ত, বিচারের অপেক্ষায় শহীদ পরিবার
- ০৫:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আওয়ামী লীগের গুম-খুন ও লুটপাটের বিচার করা হবে
- ০৫:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ছবি আঁকড়ে আজও কাঁদেন শহীদ পরিবারের স্বজনরা
- ০৫:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা
- ০৫:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে
- ০৫:২৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা
- ০৫:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলাশের গান শুনে কাঁদতে কাঁদতে অজ্ঞান জুলাই শহীদের মা
- ০৫:১২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ সেই রক্তাক্ত অ্যাপ্রোন পরেই বিজয় উদযাপনে তাহরিমা
- ০৫:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের মঞ্চে প্রধান উপদেষ্টা
- ০৫:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বৃষ্টির বাধা উপেক্ষা করেই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অপেক্ষায় মানুষ
- ০৪:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নামমাত্র মূল্যে ‘গ্রাফিতি টি-শার্ট’ দিচ্ছেন ইউসুফ-আমিনুল
- ০৪:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ একটি শ্রেণি আন্দোলনের ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে
- ০৪:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলায়ন উদযাপনের প্রতীকী ‘হেলিকপ্টার বেলুনে’ আগুন লাগে যেভাবে
- ০৪:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে বিএনপি নেতারা
- ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার না করায় শহীদ রফিকের বাবার ক্ষোভ
- ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাইয়ের অর্জন: মানুষ এখন কথা বলার সাহস পায়
- ০৪:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ খেলায়-খেলায় শেখ হাসিনার পলায়ন উদযাপন
- ০৪:০৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউয়ে হকারদের ‘পোয়াবারো’
- ০৪:০৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ, আহত ১০
- ০৪:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বিচারের অপেক্ষায় সিলেটের ৭ শহীদ পরিবার
- ০৩:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘কোটা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, খেয়ে-পরে বাঁচতে চাই’
- ০৩:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ টিএসসির সবুজ চত্বরে ‘ফতেহ গণভবন’, আরও আছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’
- ০৩:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অতীতে যেসব রাষ্ট্রপ্রধান দেশ ছাড়েন
- ০৩:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
- ০৩:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘আব্বু, শেখ হাসিনা আর ক্ষমতায় নাই’ শেষ কথা ছিল শহীদ আব্দুল্লাহর
- ০৩:০০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ ঘিরে বেশি দামে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা
- ০২:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘শেখ হাসিনা পালাইছে’ স্লোগানে উত্তাল মানিক মিয়া অ্যাভিনিউ
- ০২:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যোগ দেবে এনসিপির তিনজনের প্রতিনিধিদল
- ০২:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই যোদ্ধাদের ফুল দেওয়া হলো পিয়ন দিয়ে!
- ০২:৩৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বাবার হাত ধরে শিশুরাও বিজয় উদযাপনে
- ০২:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো কয়েকশ ‘হেলিকপ্টার বেলুন’
- ০১:৫৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জয়দেবপুর রেল স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’
- ০১:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ কোটা নিয়ে বাড়াবাড়ি, পতন ঘটে শেখ হাসিনার
- ০১:৩৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- ০১:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলাতক ফ্যাসিস্টদের এখনও অনুশোচনা নেই: রিজভী
- ০১:২৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ শহীদ মনিরের ছেলের বাবা ডাক যেন কাঁটা হয়ে বিঁধে স্ত্রীর মনে
- ০১:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মঞ্চে নিরাপত্তা পরীক্ষায় সেনাবাহিনীর বোম্ব ডিজপোজাল ইউনিট
- ০১:১৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট শুধু বিশেষ দিবস নয় জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা
- ০১:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী
- ০১:০৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জল্লাদ-চিকিৎসক হাজির, জনতার আদালতে হাসিনার প্রতীকী ফাঁসি
- ০১:০১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ১২:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: তাহেরের নেতৃত্বে অংশ নেবে জামায়াতের প্রতিনিধিদল
- ১২:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ হাসিনার পতনের খবর পেয়ে দুপুরেই সটকে পড়েন অনেকে
- ১২:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেশের গান দিয়ে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান
- ১২:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেড় বছরের মেয়েকে নিয়ে জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন তামান্না
- ১২:২২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ চোখের সামনে একের পর এক হত্যা দেখে ভেঙে পড়েন সাংবাদিকরা
- ১২:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্বপ্নের রঙিন ঘর-বোনের বিয়ে হলেও নেই কামরুল
- ১২:০৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
- ১২:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পুলিশের গুলিতে ‘নিহত’ হৃদয়ের মরদেহ খুঁজে ফিরছে পরিবার
- ১১:৫৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ
- ১১:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ জনগণ প্রতি বছর আজকের দিনটিকে সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে
- ১১:১২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সাবেক ৭৩ জনের সনদ বাতিল
- ১০:৪০ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট লংমার্চে গিয়ে না ফেরা মুন্নার খোঁজে পাগলপ্রায় মা-বাবা
- ১০:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানে ছাত্রলীগ-যুবলীগের সহযোগী পুলিশ সদস্যরা বহাল তবিয়তে
- ০৯:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ নতুন বাংলাদেশের আশায় ফারুকী, পরীমনি লিখেছিলেন ‘শান্তি চাই’
- ০৯:৩৩ এএম, ০৫ আগস্ট ২০২৫ কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়লো জুলাই বিশেষ ট্রেন
- ০৯:৩২ এএম, ০৫ আগস্ট ২০২৫ শহীদদের ঘরে কান পাতলে আজও শোনা যায় কান্নার রোল
- ০৯:২৯ এএম, ০৫ আগস্ট ২০২৫ ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তি : কী পেলাম কী পেলাম না
- ০৯:২৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ
- ০৯:২২ এএম, ০৫ আগস্ট ২০২৫ আমার এই অন্ধত্বের জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী: দিনমজুর পারভীন
- ০৯:০৭ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধক শহীদ সাজিদের মা
- ০৯:০৩ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৩৬ জুলাই: ‘রুদ্ধশ্বাস’ অধ্যায়ের সমাপ্তি
- ০৮:৫৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ০৮:৩৭ এএম, ০৫ আগস্ট ২০২৫ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ
- ০৮:৩২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা ছাত্র ফেডারেশনের
- ০৬:২৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ ‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর কী কী থাকছে
- ০৫:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ ঢাবিতে আজ ‘জাগ্রত জুলাই’ কনসার্ট
- ০৪:২৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের
- ০৩:৩০ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট নিস্তব্ধ শাহবাগ যেভাবে দখলে নেয় ছাত্র-জনতা
- ১২:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ প্রস্তুত মঞ্চ-সাউন্ড-লাইটিং সিস্টেম, নিরাপত্তা জোরদার
- ১২:০২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: ফখরুলের নেতৃত্বে অংশ নেবে বিএনপির প্রতিনিধিদল
- ০৯:৩৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ মাতাবেন যারা
- ০৯:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
- ০৮:২৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে
- ০৬:৫৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ শহীদদের ত্যাগ দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে
- ০৬:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
- ১২:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ সেদিন রণক্ষেত্র হয়ে উঠেছিল মহিপাল, গুলিতে লুটিয়ে পড়েন ৭ তরুণ