৩৬ জুলাই: ‘রুদ্ধশ্বাস’ অধ্যায়ের সমাপ্তি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা
৫ আগস্ট ২০২৪, সকাল ৯টা। গণভবনের চারদিকে নিরাপত্তারক্ষী। স্পেশাল ফোর্সের সদস্যরা ঘিরে রেখেছেন গণভবন। কারফিউ চলায় গণভবনের সড়ক তারকাঁটা দিয়ে ঘেরা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তাও ছিলেন সেখানে।
আগের দিনগুলোতে গণভবনের সামনের সড়ক দিয়ে চলাচল করতে দিলেও ৫ আগস্ট সকাল থেকে গণভবন ও এর আশপাশের সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছিলেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুর গড়াতে না গড়াতেই নিরাপত্তা কমতে থাকে গণভবনের সামনে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সেদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন লাখ লাখ ছাত্র-জনতা। সকাল ১০টার পর থেকেই উত্তরা দিয়ে ঢাকায় ঢুকতে শুরু করে হাজার হাজার মানুষ। দুপুর নাগাদ টিভির স্ক্রলে হঠাৎ ভেসে ওঠে সেনাপ্রধান ভাষণ দেবেন। বাড়তে থাকে উত্তেজন। এরই মধ্যে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠছেন। সঙ্গে সঙ্গে শুরু হয় উল্লাস। ঘর ছেড়ে বের হতে থাকে সব শ্রেণির মানুষ। শেখ হাসিনার পালানোর খবরে ছাত্র-জনতা ঢুকে পড়ে গণভবনে, জাতীয় সংসদ ভবনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে। শেষ পর্যন্ত সরকার পতনের এক দফা দাবিতে ঠেকা কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষ হয় দাবি আদায়ের মাধ্যমে।
কোটা সংস্কার পর্ব
দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সরকারি চাকরিতে কোটাব্যবস্থা ছিল। তবে এর হার ও ধরন বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। ২০১৮ সাল পর্যন্ত ৫৬ শতাংশ পদে কোটার ভিত্তিতে নিয়োগের সুযোগ ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৩০ শতাংশ, নারীদের ১০ শতাংশ, জেলাভিত্তিক ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত ছিল।

ওই বছর ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় ধরনের বিক্ষোভের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করা হয়। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে কোটাব্যবস্থা আগের মতোই বহাল রেখে জারি করা হয় পরিপত্র। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে হাইকোর্টে রিট আবেদন করেন মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলামসহ সাতজন।
- আরও পড়ুন
- ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক
- সন্তান ডিবি কার্যালয়ে, আমি কীভাবে চিন্তামুক্ত থাকি: নাহিদের মা
- হল ছাড়ছেন শিক্ষার্থীরা, প্রায় ফাঁকা ক্যাম্পাস
২০২৪ সালের ৫ জুন সেই আবেদনের চূড়ান্ত শুনানি কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওইদিনই রায় প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
ওই সময়ের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে দেখা যায়, ৫ জুন পরবর্তী ৬১ দিনের মধ্যে প্রথম ৪০ দিন দেশের নানা জায়গায় আন্দোলন হলেও জুলাইয়ের মাঝামাঝি থেকে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, পুলিশের এলোপাতাড়ি গুলিতে আন্দোলন সহিংস হয়ে ওঠে, শুরু হয় জ্বালাও-পোড়াও।
১ জুলাই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। গণপদযাত্রা, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণার মাধ্যমে সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু। বিক্ষোভ হয় ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

৪ জুলাই
আপিল বিভাগের শুনানিতে হাইকোর্টের রায় বহাল। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর নিয়মিত আপিল করার পরামর্শ।
৬ জুলাই
দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা। শিক্ষার্থীদের আন্দোলনে আনুষ্ঠানিক নৈতিক সমর্থন জানায় বিএনপি।
৭ জুলাই
সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করা হয়। ব্যাপক বিক্ষোভ-অবরোধে অচল হয়ে যায় রাজধানী। অনির্দিষ্টকালের জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের।
৮ জুলাই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৫ সদস্যের কমিটি ঘোষণা। ন্যূনতম কোটা রেখে সরকারি সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের দাবি শিক্ষার্থীদের। এদিন শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা দাবির পক্ষে স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে ছিল ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘মেধাবীরা দিচ্ছে ডাক, কোটাপ্রথা নিপাত যাক’, ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘মেধা না কোটা, মেধা মেধা’, ‘বৈষম্যের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বল এখন সরকারের কোর্টে। এখন আর আদালত দেখিয়ে কোনো লাভ নেই। সরকারই ঠিক করতে পারে, এই আন্দোলনের গতিপথ কী হবে।
৯ জুলাই
সারাদেশে সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলে পক্ষভুক্ত হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আবেদন।

১০ জুলাই
কোটা পুনর্বহাল করে হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সপ্তাহের স্থিতাবস্থা, ৭ আগস্ট পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের।
- আরও পড়ুন
- চট্টগ্রামে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল আদালত চত্বর
- শিশুদের এখনো ‘হেলিকপ্টার ট্রমা’, ঘুমাতে দেয় না ‘মিছিল-গুলি’
- পালিয়ে যাওয়ার আগে শেষ কয়েক ঘণ্টা কেমন ছিল শেখ হাসিনার?
সড়ক-মহাসড়কের সঙ্গে রেলপথেও শিক্ষার্থীদের অবরোধ, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন।
১১ জুলাই
শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি, ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ। কুমিল্লা, চট্টগ্রামসহ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীদের অনেকে আহত।
১২ জুলাই
পুলিশি হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। ১১ জুলাই শাহবাগে হাতাহাতির ঘটনায় অজ্ঞতপরিচয়দের আসামি করে পুলিশের মামলা।
১৩ জুলাই
মিথ্যা মামলা দিয়ে আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, সংবাদ সম্মেলনে অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, কোটার সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে।
১৪ জুলাই
কোটা বহালের পক্ষে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এদিন গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা মন্তব্য করেন, মুক্তিযোদ্ধার সন্তান-নাতি-পুতিরা কেউ মেধাবী নয়, যত রাজাকারের বাচ্চারা-নাতি-পুতি হলো মেধাবী, তাই না...? মুক্তিযোদ্ধার সন্তান-নাতি-পুতিরাও (সরকারি চাকরি) পাবে না, তাহলে রাজাকারের নাতি-পুতিরা পাবে?

শেখ হাসিনার এমন মন্তব্য ক্ষোভ আরও উসকে দেয়। প্রতিবাদে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মিছিল বের হয়। ‘তুমি কে আমি কে রাজাকার, রাজাকার’ স্লোগান উঠলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
১৫ জুলাই
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগসহ সরকার সমর্থকরা। নিরীহ ছাত্রীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলার ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। দেওয়ালে দেওয়ালে স্বৈরাচারবিরোধী স্লোগান দিয়ে গ্রাফিতি আঁকা শুরু হয়।
১৫ জুলাই দিনভর সংঘর্ষে উভয়পক্ষের প্রায় তিনশ জন আহত হয়। হামলার প্রতিবাদে ১৬ জুলাই সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম।
১৬ জুলাই
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল দায়ের। আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনরকারীদের সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে ছয়জন নিহত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। তার বুক পেতে দেওয়া ছবি হয়ে ওঠে জুলাই আন্দোলনের প্রতীক।
সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, এইচএসসি পরীক্ষা স্থগিত। বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খালি করার নির্দেশ, প্রত্যাখ্যান আন্দোলনকারী শিক্ষার্থীদের।
নিহতদের স্মরণে ১৭ জুলাই গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।
১৭ জুলাই
আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের মামলা। কিন্তু প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) পুলিশের গুলিতে নিহত হওয়ার তথ্য গোপন করা হয়। নিহতদের স্মরণে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও কফিন মিছিল বের হয়।
পুলিশি হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল পণ্ড। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত।

পুলিশি হামলার প্রতিবাদে পরদিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের।
এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। রাতে যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে নিহত হন এক সাংবাদিকসহ কয়েকজন। মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন দেওয়া হয়। রাতেই বন্ধ করে দেওয়া হয় ফেসবুক।
১৮ জুলাই
সংস্কারের মাধ্যমে ২০ শতাংশ কোটা রাখার প্রস্তাব করে আওয়ামী লীগ। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয় সরকারের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যাখ্যান। রাত ৯টা থেকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ।
আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি ভবনে অবরুদ্ধ হন পুলিশ সদস্যরা, কয়েক ঘণ্টা পর হেলিকপ্টারে করে উদ্ধার।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, অগ্নিসংযোগ। সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ সরকারি আরও কিছু স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ। ঢাকাসহ বিভিন্ন এলাকায় হেলিকপ্টার থেকে গুলি, কাঁদানেগ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ।
উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত মীর মুগ্ধের ভিডিও এদিন ভাইরাল হয়।
১৯ জুলাই
ইন্টারনেট বন্ধের মধ্যেই সারাদেশে ব্যাপক সংঘর্ষ ও গুলিতে আরও প্রাণহানি।
ঢাকায় মেট্রোরেলের দুটি স্টেশন, মিরপুর ইনডোর স্টেডিয়াম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ। নরসিংদী জেলা কারাগারে হামলা, অস্ত্র লুট। আট শতাধিক কয়েদির পলায়ন।
নারায়ণগঞ্জে ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয় সাড়ে ছয় বছর বয়সী শিশু রিয়া গোপ। চারদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।
প্রকাশ্যে শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা, দুই মন্ত্রীর পদত্যাগসহ নয় দফা দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের।
রাতে তিন মন্ত্রীর সঙ্গে সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর বৈঠক। সেখানে ৯ দফার পরিবর্তে আট দফা দাবি উত্থাপন ঘিরে ছাত্র নেতাদের সঙ্গে মতভেদ।

কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে দিয়ে জোরপূর্বক গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার। রাতে আন্দোলনের প্রধান মুখ নাহিদ ইসলাম ছাড়াও সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আবু বাকের মজুমদারকেও গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। আটক করা হয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে।
রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন। দুদিনের সাধারণ ছুটি ঘোষণা করে তৎকালীন সরকার।
২০ জুলাই
কারফিউয়ের মধ্যেও ঢাকা, সাভার, গাজীপুর, ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত চলে। বহু বিক্ষোভকারী হতাহত হন।
নারায়ণগঞ্জে ঘরের বারান্দায় গুলি খেয়ে নিহত হন সুমাইয়া আক্তার। গুলিটি র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছিল বলে অভিযোগ নিহতের পরিবারের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ জারি রাখার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। সহিংসতায় বাড়তে থাকে হতাহতের সংখ্যা।
২১ জুলাই
তুলে নেওয়ার একদিন পর ঢাকার পূর্বাচলে অজ্ঞান অবস্থায় ফেলে যাওয়া হয় সমন্বয়ক নাহিদ ইসলামকে। তার শরীরে ছিল নির্যাতনের চিহ্ন।
আপিল বিভাগের শুনানির পর কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল করা হয়। মেধা ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ১ শতাংশ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ১ শতাংশ করার আদেশ দেন সর্বোচ্চ আদালত। তবে সরকার চাইলে বদলানোর সুযোগ রাখা হয়।
রায়ের পরও পরিস্থিতি শান্ত না হওয়ায় কারফিউ অব্যাহত থাকে, সাধারণ ছুটির আওতায় স্বায়ত্তশাসিত, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানাসহ সব কলকারখানা বন্ধ রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন বাহিনীর প্রধান এবং মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে শেখ হাসিনার বৈঠক।
২২ জুলাই
কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালুসহ চার দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেন নাহিদ ইসলাম। সাধারণ ছুটির মেয়াদ মঙ্গলবার পর্যন্ত বাড়ানোর ঘোষণা আসে। কারফিউও বাড়ানো হয় এদিন।
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় চারদিনে অন্তত ১৩১ জন নিহত হওয়ার খবর আসে সংবাদমাধ্যমে। পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেফতারের খবর আসে। ব্যবসায়ী নেতাদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়, আওয়ামী লীগ সরকারের প্রতি ‘অকুণ্ঠ সমর্থন’ ঘোষণা। শেখ হাসিনা পালায় না, পালানোর গুজব প্রত্যাখ্যান করে ব্যবসায়ীদের সভায় বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ জুলাই
রাতে অগ্রাধিকার বিবেচনা করে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরে। পরদিন রাতে সারাদেশে বাসাবাড়িতেও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সচল হয়।
আপিল বিভাগের রায় অনুযায়ী ৯৩ শতাংশ মেধায় নিয়োগ দেওয়ার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার।
২৪ জুলাই
তুলে নেওয়ার পাঁচদিন পর সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আবু বাকের মজুমদারকে ঢাকার ভেতরে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়।
কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারকে চিঠি দেয় ঢাকায় থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৩টি পশ্চিমা দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস।
এদিন অফিস-আদালত চালু হয়। কাজের সময় কমিয়ে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে আগের মতোই বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ গ্রেফতার হন।
২৫ জুলাই
মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে কাঁদতে দেখা যায় শেখ হাসিনাকে। কান্নাজড়িত কণ্ঠে জনগণের কাছে বিচার দাবি করেন তিনি। হতাহতদের ব্যাপারে খোঁজ না নিয়ে মেট্রোরেল পরিদর্শনে গিয়ে কাঁদায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন শেখ হাসিনা।
আন্দোলনে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানায় জাতিসংঘ।
হতাহত ও আটকদের বিষয়ে তথ্য প্রকাশের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।
শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আইনবহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয় বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদন প্রকাশ করে।
২৬ জুলাই
সমালোচনার মুখে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশ টেলিভিশনের ক্ষয়-ক্ষতি পরিদর্শনে গিয়ে আবারও কাঁদেন। বক্তব্য বিকৃত করার অভিযোগ তুলে বলেন, ‘আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদের রাজাকার হিসেবে পরিচিত করলো সবার কাছে।’
- আরও পড়ুন
- ৪ ঘণ্টায়ও বিটিভির আগুন নেভেনি, যেতে পারছে না ফায়ারের গাড়ি
- গণভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন
- সংসদে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ
ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সারাদেশে গণগ্রেফতার অব্যাহত, ঢাকার বিভিন্ন এলাকায় ‘ব্লক রেড’ শুরু।
২৭ জুলাই
সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও তিন সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলকেও তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
ক্ষতিগ্রস্ত সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শনে গিয়ে হামলার জন্য ‘বিএনপি-জামায়াতকে দায়ী করে শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতি পঙ্গু করতে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
গ্রেফতারের পর ১৭ বছর বয়সী কলেজ শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে দড়ি দিয়ে বেঁধে আদালতে তোলার ছবি ভাইরাল হয়।
২৮ জুলাই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে তুলে নেয় গোয়েন্দা পুলিশের সদস্যরা। তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে ছয় সমন্বয়কের এক টেবিলে বসে খাওয়ার ছবি ও ভিডিও ভাইরাল হয়।
ডিবির হেফাজতে থাকা ছয়জন সমন্বয়ক রাতে এক ভিডিওবার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তখন আত্মগোপনে থাকা সমন্বয়ক আব্দুল কাদের এবং আব্দুল হান্নান মাসউদ।
জোর করে আন্দোলন প্রত্যাহার করানোর প্রতিবাদে পরদিন সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন আত্মগোপনে থাকা সমন্বয়করা।
কোটা আন্দোলনের সহিংসতায় ১৪৭ জন নিহত হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। যদিও নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে বলে তখন গণমাধ্যমের খবরে বলা হয়।
দশ দিন বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট ফের চালু হয়।

২৯ জুলাই
শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। সমন্বয়কদের হয়রানির প্রতিবাদে আবারও রাস্তায় নামা শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা। সহিংসতায় নিহতদের স্মরণে পরদিন সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের ঘোষণা সরকারের, কালো ব্যাজ ধারণের আহ্বান।
রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে কালোর পরিবর্তে সবাইকে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচারের আহ্বান। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং পুলিশি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে আদালতে রিট আবেদন করেন আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।
‘জাতিকে নিয়ে মশকরা কইরেন না,’ সমন্বয়কদের ধরে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে ভাত খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় মন্তব্য হাইকোর্টের।
জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিবৃতি দেন মানবাধিকারকর্মী, শিক্ষক, আইনজীবীসহ ৭৪ জন বিশিষ্ট নাগরিক।
৩০ জুলাই
সরকার সমর্থকদের কালো রঙের বিপরীতে বিপুল সংখ্যক মানুষ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইলে লাল রঙের ছবি ও ফ্রেম ব্যবহার করে।
৩১ জুলাই
বিভিন্ন স্থানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের হামলা। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটায় ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী ও আইনজীবীদের ধস্তাধস্তি, ধাওয়া-পাল্টাধাওয়া।
নিহতদের স্মরণে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের ওপর চালানো ব্যানার-ফেস্টুন ও ডিজিটাল পোর্ট্রেট তৈরির আহ্বান।
আটক সহপাঠীদের মুক্তি না দিলে পরীক্ষা বর্জনের ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের।
কোটা আন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চান শেখ হাসিনা।
ডিবিপ্রধানের পদ থেকে হারুন অর রশীদকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়।
দুপুর ২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম পুনরায় চালু করে সরকার।
৩২ জুলাই (১ আগস্ট)
কোটা আন্দোলনের মধ্যে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ এনে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার।
নাহিদ ইসলামসহ ডিবি পুলিশ কার্যালয়ে আটক থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দেওয়া হয়।
সহিংসতার ঘটনা তদন্তে সহযোগিতার জন্য ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ কমিটি পাঠানোর প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনায় মৃত্যু ও ক্ষয়ক্ষতি তদন্তে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি।

পরদিন প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৩৩ জুলাই (২ আগস্ট)
গণমিছিল কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আবারও সংঘর্ষ, পুলিশসহ অনেকে হতাহত হয়।
ডিবি কার্যালয়ে চাপপ্রয়োগ করে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও রেকর্ড করা হয়েছে বলে বিবৃতিতে জানান নাহিদ ইসলামসহ আন্দোলনকারী ছয় সমন্বয়ক।
হত্যার প্রতিবাদসহ পূর্বঘোষিত ৯ দফা দাবিতে ৩ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল ও ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিক্ষোভ মিছিল শেষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দেন সমন্বয়করা।
এদিন দুপুর থেকে মোবাইল নেটওয়ার্কে আবারও বন্ধ করা হয় ফেসবুক ও টেলিগ্রাম। ফের চালু হয় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর।
রাতে গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার নির্দেশ দেন শেখ হাসিনা।
৩৪ জুলাই (৩ আগস্ট)
বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানান শেখ হাসিনা।
প্রস্তাব প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। ‘গুলি আর সন্ত্রাসের সঙ্গে কোনো সংলাপ হয় না,’ বলেন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শহীদ মিনারের লাখো মানুষের সমাবেশে সরকার পতনের এক দফা ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম।
পাল্টা কর্মসূচি হিসেবে দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ।
ঢাকায় সেনা সদরে বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা।
৩৫ জুলাই (৪ আগস্ট)
অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ শতাধিক মানুষ নিহত। সরকারি নির্দেশে মোবাইলে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করে দেয় অপারেটরগুলো।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার কেমন হবে, সেটির একটি রূপরেখা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শাহবাগে ব্যাপক জমায়েতের মধ্যে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুরুতে ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ পালনের কথা থাকলেও পরে সেটি একদিন এগিয়ে ৫ আগস্ট করেন আন্দোলনের নেতারা।
সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৩৬ জুলাই (৫ আগস্ট)
৫ আগস্ট সকালেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে পুলিশের সঙ্গে মিলে বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সেদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন লাখ লাখ ছাত্র-জনতা। সকাল ১০টার পর থেকেই উত্তরা দিয়ে ঢাকায় ঢুকতে শুরু করে সহস্র মানুষ।
দুপুর নাগাদ শেখ হাসিনার পতনের কথা শোনা যায়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে সামরিক বিমানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সারাদেশের মানুষ যেন নেমে আসে রাস্তায়। পথে পথে মানুষের উচ্ছ্বাস, আনন্দ মিছিল ছিল ঢাকাজুড়ে। সন্ধ্যায় বঙ্গভবনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে তিনি জাতির উদ্দেশে ভাষণে জানান, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব গঠন করা হবে।
এর মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে রুদ্ধশ্বাস এক রাজনৈতিক অধ্যায়ের।
টিটি/এএসএ/এমএফএ/জিকেএস
টাইমলাইন
- ০১:২১ পিএম, ০৬ আগস্ট ২০২৫ গণতন্ত্রের পথ সুগম করায় সরকারের সবাইকে তারেক রহমানের ধন্যবাদ
- ০১:১৭ পিএম, ০৬ আগস্ট ২০২৫ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত
- ০১:১৪ পিএম, ০৬ আগস্ট ২০২৫ সরকার হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ: আখতার
- ০১:০২ পিএম, ০৬ আগস্ট ২০২৫ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই
- ১০:৫১ এএম, ০৬ আগস্ট ২০২৫ ঘোষণাপত্রে বিএনপি-এনসিপিকে সন্তুষ্ট করা হয়েছে, দাবি বিশ্লেষকদের
- ০৯:১০ এএম, ০৬ আগস্ট ২০২৫ অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
- ০৮:২৪ এএম, ০৬ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বার্লিনে বিএনপির বিজয় উৎসব
- ১০:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির
- ০৯:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হতে না পারে
- ০৯:৩৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘জুলাই সনদ’ চূড়ান্ত হওয়ার পর্যায়ে: প্রধান উপদেষ্টা
- ০৯:০৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নারী ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট দিতে পারেন নিশ্চিত করতে চাই
- ০৯:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ একটা গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে উন্মুখ হয়ে আছে
- ০৮:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ এবার আমরা সবাই ভোট দেবো, কেউ বাদ যাবে না
- ০৮:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আগামীকাল থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবো
- ০৮:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা
- ০৮:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে
- ০৮:৩২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ গুলি কইরা অনেক মানুষ মারছে, পুলিশের ফাঁসি চাই
- ০৮:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
- ০৭:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- ০৭:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নীরব বিএনপি, প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রতিক্রিয়া
- ০৭:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ উপযুক্ত খেতাব চান জুলাই আহতরা
- ০৭:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন...’
- ০৭:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ: ডা. তাহের
- ০৭:০৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আগামীর শাসকদের জুলাই আন্দোলন-হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ
- ০৭:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে
- ০৬:৫৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অবৈধভাবে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করেছে
- ০৬:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
- ০৬:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বীরদের উৎসর্গ করে জুলাইয়ের গল্প শোনালেন সায়ান
- ০৬:৩৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ৮২ শহীদ পরিবার ও ১৪৮৩ জুলাই যোদ্ধাকে ঢাকা জেলা প্রশাসনের সংবর্ধনা
- ০৬:৩৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আন্দোলনকারী ছাত্র-জনতা পাবেন আইনি সুরক্ষা
- ০৬:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ যা আছে জুলাই ঘোষণাপত্রে
- ০৬:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্বাধীনতার পর সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল
- ০৬:২৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণের লড়াইকে সমর্থন করে সামরিক বাহিনী
- ০৬:২৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ফরিদপুর থেকে ১৭ যোদ্ধাকে নিয়ে ছেড়েছে স্পেশাল ট্রেন
- ০৬:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্ত্রী-মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল মামুনের, ফেরেন লাশ হয়ে
- ০৬:১৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বুঝতে শেখার আগেই রাজনীতির শিকার যারা
- ০৬:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ প্রধান উপদেষ্টার পাশে যেসব রাজনৈতিক দলের নেতারা
- ০৬:০৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন: প্রধান উপদেষ্টা
- ০৬:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে নাহিদকে জড়িয়ে ধরলেন প্রধান উপদেষ্টা
- ০৫:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ এক বছরেও শেষ হয়নি তদন্ত, বিচারের অপেক্ষায় শহীদ পরিবার
- ০৫:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আওয়ামী লীগের গুম-খুন ও লুটপাটের বিচার করা হবে
- ০৫:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ছবি আঁকড়ে আজও কাঁদেন শহীদ পরিবারের স্বজনরা
- ০৫:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা
- ০৫:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে
- ০৫:২৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা
- ০৫:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলাশের গান শুনে কাঁদতে কাঁদতে অজ্ঞান জুলাই শহীদের মা
- ০৫:১২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ সেই রক্তাক্ত অ্যাপ্রোন পরেই বিজয় উদযাপনে তাহরিমা
- ০৫:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের মঞ্চে প্রধান উপদেষ্টা
- ০৫:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বৃষ্টির বাধা উপেক্ষা করেই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অপেক্ষায় মানুষ
- ০৪:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নামমাত্র মূল্যে ‘গ্রাফিতি টি-শার্ট’ দিচ্ছেন ইউসুফ-আমিনুল
- ০৪:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ একটি শ্রেণি আন্দোলনের ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে
- ০৪:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলায়ন উদযাপনের প্রতীকী ‘হেলিকপ্টার বেলুনে’ আগুন লাগে যেভাবে
- ০৪:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে বিএনপি নেতারা
- ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার না করায় শহীদ রফিকের বাবার ক্ষোভ
- ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাইয়ের অর্জন: মানুষ এখন কথা বলার সাহস পায়
- ০৪:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ খেলায়-খেলায় শেখ হাসিনার পলায়ন উদযাপন
- ০৪:০৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউয়ে হকারদের ‘পোয়াবারো’
- ০৪:০৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ, আহত ১০
- ০৪:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বিচারের অপেক্ষায় সিলেটের ৭ শহীদ পরিবার
- ০৩:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘কোটা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, খেয়ে-পরে বাঁচতে চাই’
- ০৩:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ টিএসসির সবুজ চত্বরে ‘ফতেহ গণভবন’, আরও আছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’
- ০৩:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অতীতে যেসব রাষ্ট্রপ্রধান দেশ ছাড়েন
- ০৩:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
- ০৩:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘আব্বু, শেখ হাসিনা আর ক্ষমতায় নাই’ শেষ কথা ছিল শহীদ আব্দুল্লাহর
- ০৩:০০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ ঘিরে বেশি দামে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা
- ০২:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘শেখ হাসিনা পালাইছে’ স্লোগানে উত্তাল মানিক মিয়া অ্যাভিনিউ
- ০২:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যোগ দেবে এনসিপির তিনজনের প্রতিনিধিদল
- ০২:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই যোদ্ধাদের ফুল দেওয়া হলো পিয়ন দিয়ে!
- ০২:৩৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বাবার হাত ধরে শিশুরাও বিজয় উদযাপনে
- ০২:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো কয়েকশ ‘হেলিকপ্টার বেলুন’
- ০১:৫৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জয়দেবপুর রেল স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’
- ০১:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ কোটা নিয়ে বাড়াবাড়ি, পতন ঘটে শেখ হাসিনার
- ০১:৩৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- ০১:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলাতক ফ্যাসিস্টদের এখনও অনুশোচনা নেই: রিজভী
- ০১:২৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ শহীদ মনিরের ছেলের বাবা ডাক যেন কাঁটা হয়ে বিঁধে স্ত্রীর মনে
- ০১:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মঞ্চে নিরাপত্তা পরীক্ষায় সেনাবাহিনীর বোম্ব ডিজপোজাল ইউনিট
- ০১:১৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট শুধু বিশেষ দিবস নয় জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা
- ০১:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী
- ০১:০৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জল্লাদ-চিকিৎসক হাজির, জনতার আদালতে হাসিনার প্রতীকী ফাঁসি
- ০১:০১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ১২:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: তাহেরের নেতৃত্বে অংশ নেবে জামায়াতের প্রতিনিধিদল
- ১২:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ হাসিনার পতনের খবর পেয়ে দুপুরেই সটকে পড়েন অনেকে
- ১২:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেশের গান দিয়ে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান
- ১২:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেড় বছরের মেয়েকে নিয়ে জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন তামান্না
- ১২:২২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ চোখের সামনে একের পর এক হত্যা দেখে ভেঙে পড়েন সাংবাদিকরা
- ১২:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্বপ্নের রঙিন ঘর-বোনের বিয়ে হলেও নেই কামরুল
- ১২:০৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
- ১২:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পুলিশের গুলিতে ‘নিহত’ হৃদয়ের মরদেহ খুঁজে ফিরছে পরিবার
- ১১:৫৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ
- ১১:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ জনগণ প্রতি বছর আজকের দিনটিকে সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে
- ১১:১২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সাবেক ৭৩ জনের সনদ বাতিল
- ১০:৪০ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট লংমার্চে গিয়ে না ফেরা মুন্নার খোঁজে পাগলপ্রায় মা-বাবা
- ১০:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানে ছাত্রলীগ-যুবলীগের সহযোগী পুলিশ সদস্যরা বহাল তবিয়তে
- ০৯:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ নতুন বাংলাদেশের আশায় ফারুকী, পরীমনি লিখেছিলেন ‘শান্তি চাই’
- ০৯:৩৩ এএম, ০৫ আগস্ট ২০২৫ কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়লো জুলাই বিশেষ ট্রেন
- ০৯:৩২ এএম, ০৫ আগস্ট ২০২৫ শহীদদের ঘরে কান পাতলে আজও শোনা যায় কান্নার রোল
- ০৯:২৯ এএম, ০৫ আগস্ট ২০২৫ ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তি : কী পেলাম কী পেলাম না
- ০৯:২৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ
- ০৯:২২ এএম, ০৫ আগস্ট ২০২৫ আমার এই অন্ধত্বের জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী: দিনমজুর পারভীন
- ০৯:০৭ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধক শহীদ সাজিদের মা
- ০৯:০৩ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৩৬ জুলাই: ‘রুদ্ধশ্বাস’ অধ্যায়ের সমাপ্তি
- ০৮:৫৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ০৮:৩৭ এএম, ০৫ আগস্ট ২০২৫ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ
- ০৮:৩২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা ছাত্র ফেডারেশনের
- ০৬:২৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ ‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর কী কী থাকছে
- ০৫:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ ঢাবিতে আজ ‘জাগ্রত জুলাই’ কনসার্ট
- ০৪:২৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের
- ০৩:৩০ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট নিস্তব্ধ শাহবাগ যেভাবে দখলে নেয় ছাত্র-জনতা
- ১২:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ প্রস্তুত মঞ্চ-সাউন্ড-লাইটিং সিস্টেম, নিরাপত্তা জোরদার
- ১২:০২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: ফখরুলের নেতৃত্বে অংশ নেবে বিএনপির প্রতিনিধিদল
- ০৯:৩৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ মাতাবেন যারা
- ০৯:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
- ০৮:২৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে
- ০৬:৫৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ শহীদদের ত্যাগ দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে
- ০৬:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
- ১২:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ সেদিন রণক্ষেত্র হয়ে উঠেছিল মহিপাল, গুলিতে লুটিয়ে পড়েন ৭ তরুণ