ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জুলাই হত্যাকাণ্ড

এক বছরেও শেষ হয়নি তদন্ত, বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

সাখাওয়াত হোসেন | রাজশাহী | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫

২০২৪ সালের ৫ আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, তার কিছুক্ষণ আগে রাজশাহী শহরে শাহ মখদুম কলেজ এলাকায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশের যৌথ হামলার শিকার হন আন্দোলনকারীরা। ওইসময় গুলিবিদ্ধ হয়ে ও হামলায় নিহত হন শিক্ষার্থী রায়হান আলী ও সাকিব আনজুম। ওই ঘটনার এক বছর হয়ে গেলেও মামলার রায়তো দূরের কথা, এখনো তদন্তই শেষ হয়নি। সাকিব আনজুম ও রায়হান আলীর হত্যা মামলার মতো ওই সময় সংঘটিত কোনো হত্যাকাণ্ডের তদন্তই শেষ হয়নি। এতে আক্ষেপ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা।

রাজশাহী রেঞ্জ পুলিশের তথ্যমতে, জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহী বিভাগে ১২৮টি মামলা হয়েছে। এর মধ্যে ২২টি হত্যা মামলা। হত্যা মামলা সর্বোচ্চ ৯টি হয়েছে বগুড়ায়। এছাড়া সিরাজগঞ্জে আটটি, রাজশাহীতে দুটি, জয়পুরহাটে দুটি এবং পাবনায় একটি করা হয়।

গণঅভ্যুত্থানের ঘটনায় উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি মামলা হয়েছে রাজশাহীতে। তবে রাজশাহী জেলার কোনো থানায় হত্যাকাণ্ডের মামলা হয়নি, অন্যান্য ধারায় মামলা হয়েছে ১৬টি। রাজশাহী মহানগর পুলিশের তদন্তে রয়েছে দুটি হত্যাসহ ২৯টি মামলা।

হত্যা মামলা ছাড়াও রাজশাহী বিভাগের যে ৯৬টি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, সেগুলোর মধ্যে রাজশাহী মহানগর পুলিশের কাছে রয়েছে ২৭টি, জয়পুরহাটে আটটি, বগুড়ায় ২৩টি, সিরাজগঞ্জে ছয়টি, পাবনায় পাঁচটি, নাটোরে চারটি, নওগাঁয় চারটি এবং চাঁপাইনবাবগঞ্জে তিনটি।

বিভাগের গুরুত্বপূর্ণ ১২৮ মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা আট হাজার ৩৯৩ জন। আর হত্যা মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা এক হাজার ৯৪৯জন। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন এক হাজার ৯০০ জন।

পুলিশ বলছে, এসব হত্যা মামলা বাড়তি গুরুত্ব দিয়ে তদন্ত করতেই কিছুটা বাড়তি সময় লাগছে। এছাড়া আগস্ট পরবর্তী সময়ে হাওয়া বেশ কিছু মামলায় অসঙ্গতি ধরা পড়ে। গুরুত্ব দিয়ে তদন্ত করতে গিয়ে বেশ কিছু মামলা তালিকা থেকে বাদও দেওয়া হয়। শেষ পর্যন্ত ছাত্র অভ্যুত্থানের ঘটনায় ২২টি হত্যা মামলাসহ বিভিন্ন ধারার ১১৮টি মামলাকে পুলিশের বিশেষ কমিটি মনিটরিং করছে। এরই মধ্যে এসব মামলার ছয়টির তদন্ত শেষ করেছে পুলিশ। আগামী মাসের মধ্যেই আরও একাধিক হত্যা মামলার পুলিশি তদন্ত প্রতিবেদন জমা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চব্বিশের জুলাইয়ে রাজশাহী বিভাগজুড়ে ছিল শিক্ষার্থীদের দুর্বার আন্দোলন। এসব আন্দোলনের বেশিরভাগই ছিল শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক। তবে, শেষ সময় আন্দোলনের মাত্রা বেড়ে গেলে তা ছড়িয়ে পড়ে পাড়া-মহল্লাতেও। শেষ সময়ে আন্দোলনে হামলার ঘটনা বেড়ে যায়। প্রতিদিনই বাড়তে থাকে হতাহতের সংখ্যা। রাজশাহীতে ছাত্র আন্দোলনের একেবারে শেষ সময়ে শহীদ হন দুজন। এরা হলেন শিক্ষার্থী রায়হান আলী ও সাকিব আনজুম।

তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ৫ আগস্ট থেকে কয়েকদিন পুলিশের কার্যক্রম বন্ধ ছিল। পরে কার্যক্রম শুরু হলেও তদন্তকাজ শুরু করতে বেশ কিছুটা সময় কেটে যায়। আবার অভ্যুত্থানের এসব ঘটনায় যেসব মামলা হয়েছে, একটা বিশেষ পরিস্থিতির মামলার কারণে কিছুটা অসঙ্গতি তৈরি হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ইচ্ছেমতো আসামি করেন। আবার কেউ কেউ মামলার সত্যতা প্রমাণ করার জন্য যেসব তথ্য দরকার সেগুলো উল্লেখ করেননি বা যথাযথ আলামত দেননি। এসব নানান কারণে অভ্যুত্থান পরবর্তী মামলাগুলো নিয়ে পুলিশ তদন্তের শুরুতে কিছুটা হোঁচট খায়।

সূত্র জানায়, অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজশাহীতে দুই শতাধিক মামলা হয়। তবে প্রাথমিক পর্যায়ের তদন্ত শেষে ১১৮টি মামলাকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে তদন্ত কমিটি। এসব মামলার মধ্যে রয়েছে ২২টি হত্যা মামলা। বাকিগুলো বিস্ফোরণ, হামলাসহ অন্যান্য ধারার মামলা।

রাজশাহীর শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক বলেন, ‘প্রথম দিকে মামলার তদন্ত নিয়ে অসন্তোষ থাকলেও এখন পুলিশের কার্যক্রমে স্বস্তিতে আছি। আগে যারা পুলিশের পক্ষ থেকে মামলাটি দেখছিলেন, তারা বিগত সরকারের দোসর ছিলেন। তবে এখন যারা পুলিশে কাজ করছেন তাদের কাজের গতি ভালো। তবে শেষ পর্যন্ত বিচারে খুনিরা শাস্তি পেলেই স্বস্তি মিলবে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, যারা এসব ঘটনায় ছিলেন আমরা তাদের চিহ্নিত করে ফেলেছি। আমরা চাই নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা কিছু ভিডিও ফুটেজ ফরেনসিক করাচ্ছি। রিপোর্টগুলো পেয়ে গেলে তদন্ত শেষ হয়ে যাবে। তখন চার্জশিট দেওয়া শুরু হবে।

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, কোনো নিরপরাধ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হন, এই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আশা করছি খুব কম সময়ের মধ্যেই এসব মামলার তদন্ত শেষ করে নিয়ে আসতে পারবো।

তদন্তে বিলম্ব প্রসঙ্গে এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য-উপাত্তগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এজন্য একটু বেশি সময় লাগছে।

এসআর/এএসএম

টাইমলাইন

  1. ০১:২১ পিএম, ০৬ আগস্ট ২০২৫ গণতন্ত্রের পথ সুগম করায় সরকারের সবাইকে তারেক রহমানের ধন্যবাদ
  2. ০১:১৭ পিএম, ০৬ আগস্ট ২০২৫ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত
  3. ০১:১৪ পিএম, ০৬ আগস্ট ২০২৫ সরকার হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ: আখতার
  4. ০১:০২ পিএম, ০৬ আগস্ট ২০২৫ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই
  5. ১০:৫১ এএম, ০৬ আগস্ট ২০২৫ ঘোষণাপত্রে বিএনপি-এনসিপিকে সন্তুষ্ট করা হয়েছে, দাবি বিশ্লেষকদের
  6. ০৯:১০ এএম, ০৬ আগস্ট ২০২৫ অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
  7. ০৮:২৪ এএম, ০৬ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বার্লিনে বিএনপির বিজয় উৎসব
  8. ১০:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির
  9. ০৯:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হতে না পারে
  10. ০৯:৩৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘জুলাই সনদ’ চূড়ান্ত হওয়ার পর্যায়ে: প্রধান উপদেষ্টা
  11. ০৯:০৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নারী ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট দিতে পারেন নিশ্চিত করতে চাই
  12. ০৯:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ একটা গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে উন্মুখ হয়ে আছে
  13. ০৮:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ এবার আমরা সবাই ভোট দেবো, কেউ বাদ যাবে না
  14. ০৮:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আগামীকাল থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবো
  15. ০৮:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা
  16. ০৮:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে
  17. ০৮:৩২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ গুলি কইরা অনেক মানুষ মারছে, পুলিশের ফাঁসি চাই
  18. ০৮:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
  19. ০৭:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
  20. ০৭:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নীরব বিএনপি, প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রতিক্রিয়া
  21. ০৭:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ উপযুক্ত খেতাব চান জুলাই আহতরা
  22. ০৭:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন...’
  23. ০৭:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ: ডা. তাহের
  24. ০৭:০৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আগামীর শাসকদের জুলাই আন্দোলন-হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ
  25. ০৭:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে
  26. ০৬:৫৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অবৈধভাবে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করেছে
  27. ০৬:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
  28. ০৬:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বীরদের উৎসর্গ করে জুলাইয়ের গল্প শোনালেন সায়ান
  29. ০৬:৩৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ৮২ শহীদ পরিবার ও ১৪৮৩ জুলাই যোদ্ধাকে ঢাকা জেলা প্রশাসনের সংবর্ধনা
  30. ০৬:৩৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আন্দোলনকারী ছাত্র-জনতা পাবেন আইনি সুরক্ষা
  31. ০৬:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ যা আছে জুলাই ঘোষণাপত্রে
  32. ০৬:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্বাধীনতার পর সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল
  33. ০৬:২৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণের লড়াইকে সমর্থন করে সামরিক বাহিনী
  34. ০৬:২৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ফরিদপুর থেকে ১৭ যোদ্ধাকে নিয়ে ছেড়েছে স্পেশাল ট্রেন
  35. ০৬:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্ত্রী-মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল মামুনের, ফেরেন লাশ হয়ে
  36. ০৬:১৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বুঝতে শেখার আগেই রাজনীতির শিকার যারা
  37. ০৬:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ প্রধান উপদেষ্টার পাশে যেসব রাজনৈতিক দলের নেতারা
  38. ০৬:০৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন: প্রধান উপদেষ্টা
  39. ০৬:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে নাহিদকে জড়িয়ে ধরলেন প্রধান উপদেষ্টা
  40. ০৫:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ এক বছরেও শেষ হয়নি তদন্ত, বিচারের অপেক্ষায় শহীদ পরিবার
  41. ০৫:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আওয়ামী লীগের গুম-খুন ও লুটপাটের বিচার করা হবে
  42. ০৫:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ছবি আঁকড়ে আজও কাঁদেন শহীদ পরিবারের স্বজনরা
  43. ০৫:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা
  44. ০৫:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে
  45. ০৫:২৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা
  46. ০৫:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলাশের গান শুনে কাঁদতে কাঁদতে অজ্ঞান জুলাই শহীদের মা
  47. ০৫:১২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ সেই রক্তাক্ত অ্যাপ্রোন পরেই বিজয় উদযাপনে তাহরিমা
  48. ০৫:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের মঞ্চে প্রধান উপদেষ্টা
  49. ০৫:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বৃষ্টির বাধা উপেক্ষা করেই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অপেক্ষায় মানুষ
  50. ০৪:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নামমাত্র মূল্যে ‘গ্রাফিতি টি-শার্ট’ দিচ্ছেন ইউসুফ-আমিনুল
  51. ০৪:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ একটি শ্রেণি আন্দোলনের ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে
  52. ০৪:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলায়ন উদযাপনের প্রতীকী ‘হেলিকপ্টার বেলুনে’ আগুন লাগে যেভাবে
  53. ০৪:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে বিএনপি নেতারা
  54. ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার না করায় শহীদ রফিকের বাবার ক্ষোভ
  55. ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাইয়ের অর্জন: মানুষ এখন কথা বলার সাহস পায়
  56. ০৪:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ খেলায়-খেলায় শেখ হাসিনার পলায়ন উদযাপন
  57. ০৪:০৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউয়ে হকারদের ‘পোয়াবারো’
  58. ০৪:০৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ, আহত ১০
  59. ০৪:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বিচারের অপেক্ষায় সিলেটের ৭ শহীদ পরিবার
  60. ০৩:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘কোটা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, খেয়ে-পরে বাঁচতে চাই’
  61. ০৩:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ টিএসসির সবুজ চত্বরে ‘ফতেহ গণভবন’, আরও আছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’
  62. ০৩:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অতীতে যেসব রাষ্ট্রপ্রধান দেশ ছাড়েন
  63. ০৩:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
  64. ০৩:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘আব্বু, শেখ হাসিনা আর ক্ষমতায় নাই’ শেষ কথা ছিল শহীদ আব্দুল্লাহর
  65. ০৩:০০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ ঘিরে বেশি দামে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা
  66. ০২:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘শেখ হাসিনা পালাইছে’ স্লোগানে উত্তাল মানিক মিয়া অ্যাভিনিউ
  67. ০২:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যোগ দেবে এনসিপির তিনজনের প্রতিনিধিদল
  68. ০২:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই যোদ্ধাদের ফুল দেওয়া হলো পিয়ন দিয়ে!
  69. ০২:৩৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বাবার হাত ধরে শিশুরাও বিজয় উদযাপনে
  70. ০২:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো কয়েকশ ‘হেলিকপ্টার বেলুন’
  71. ০১:৫৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জয়দেবপুর রেল স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’
  72. ০১:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ কোটা নিয়ে বাড়াবাড়ি, পতন ঘটে শেখ হাসিনার
  73. ০১:৩৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
  74. ০১:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলাতক ফ্যাসিস্টদের এখনও অনুশোচনা নেই: রিজভী
  75. ০১:২৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ শহীদ মনিরের ছেলের বাবা ডাক যেন কাঁটা হয়ে বিঁধে স্ত্রীর মনে
  76. ০১:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মঞ্চে নিরাপত্তা পরীক্ষায় সেনাবাহিনীর বোম্ব ডিজপোজাল ইউনিট
  77. ০১:১৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট শুধু বিশেষ দিবস নয় জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা
  78. ০১:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী
  79. ০১:০৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জল্লাদ-চিকিৎসক হাজির, জনতার আদালতে হাসিনার প্রতীকী ফাঁসি
  80. ০১:০১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  81. ১২:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: তাহেরের নেতৃত্বে অংশ নেবে জামায়াতের প্রতিনিধিদল
  82. ১২:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ হাসিনার পতনের খবর পেয়ে দুপুরেই সটকে পড়েন অনেকে
  83. ১২:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেশের গান দিয়ে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান
  84. ১২:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেড় বছরের মেয়েকে নিয়ে জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন তামান্না
  85. ১২:২২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ চোখের সামনে একের পর এক হত্যা দেখে ভেঙে পড়েন সাংবাদিকরা
  86. ১২:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্বপ্নের রঙিন ঘর-বোনের বিয়ে হলেও নেই কামরুল
  87. ১২:০৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
  88. ১২:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পুলিশের গুলিতে ‘নিহত’ হৃদয়ের মরদেহ খুঁজে ফিরছে পরিবার
  89. ১১:৫৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ
  90. ১১:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ জনগণ প্রতি বছর আজকের দিনটিকে সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে
  91. ১১:১২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সাবেক ৭৩ জনের সনদ বাতিল
  92. ১০:৪০ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট লংমার্চে গিয়ে না ফেরা মুন্নার খোঁজে পাগলপ্রায় মা-বাবা
  93. ১০:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানে ছাত্রলীগ-যুবলীগের সহযোগী পুলিশ সদস্যরা বহাল তবিয়তে
  94. ০৯:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ নতুন বাংলাদেশের আশায় ফারুকী, পরীমনি লিখেছিলেন ‘শান্তি চাই’
  95. ০৯:৩৩ এএম, ০৫ আগস্ট ২০২৫ কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়লো জুলাই বিশেষ ট্রেন
  96. ০৯:৩২ এএম, ০৫ আগস্ট ২০২৫ শহীদদের ঘরে কান পাতলে আজও শোনা যায় কান্নার রোল
  97. ০৯:২৯ এএম, ০৫ আগস্ট ২০২৫ ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তি : কী পেলাম কী পেলাম না
  98. ০৯:২৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ
  99. ০৯:২২ এএম, ০৫ আগস্ট ২০২৫ আমার এই অন্ধত্বের জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী: দিনমজুর পারভীন
  100. ০৯:০৭ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধক শহীদ সাজিদের মা
  101. ০৯:০৩ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৩৬ জুলাই: ‘রুদ্ধশ্বাস’ অধ্যায়ের সমাপ্তি
  102. ০৮:৫৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
  103. ০৮:৩৭ এএম, ০৫ আগস্ট ২০২৫ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ
  104. ০৮:৩২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা ছাত্র ফেডারেশনের
  105. ০৬:২৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ ‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর কী কী থাকছে
  106. ০৫:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ ঢাবিতে আজ ‘জাগ্রত জুলাই’ কনসার্ট
  107. ০৪:২৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের
  108. ০৩:৩০ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট নিস্তব্ধ শাহবাগ যেভাবে দখলে নেয় ছাত্র-জনতা
  109. ১২:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ প্রস্তুত মঞ্চ-সাউন্ড-লাইটিং সিস্টেম, নিরাপত্তা জোরদার
  110. ১২:০২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: ফখরুলের নেতৃত্বে অংশ নেবে বিএনপির প্রতিনিধিদল
  111. ০৯:৩৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ মাতাবেন যারা
  112. ০৯:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
  113. ০৮:২৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে
  114. ০৬:৫৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ শহীদদের ত্যাগ দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে
  115. ০৬:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
  116. ১২:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ সেদিন রণক্ষেত্র হয়ে উঠেছিল মহিপাল, গুলিতে লুটিয়ে পড়েন ৭ তরুণ