ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বুঝতে শেখার আগেই রাজনীতির শিকার যারা

জেসমিন পাপড়ি | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫

১৯ জুলাই ২০২৪। প্রতিদিনের মতো সেদিনও দুপুরে চার বছরের দুরন্ত আব্দুল আহাদকে ঘুম পাড়িয়েছিলেন তার মা। কিন্তু বিকেল ৪টার দিকে বাইরে হঠাৎ বিকট আওয়াজে ঘুম ভাঙে ছোট্ট আহাদের। বিছানা থেকে নেমে সে বেলকনির দিকে এগিয়ে যায়, ৮ তলা ভবনের ওপর থেকে নিচে কী ঘটছে তা দেখার জন্য। সেখানে দাঁড়িয়ে থাকা বাবা-মায়ের মাঝখানে ঢুকে নিচের দিকে দেখার চেষ্টা করছিল সে।

মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই, বারান্দার রেলিং ধরে দাঁড়ানো আহাদ গুলিবিদ্ধ হয়—একটি গুলি তার ডান চোখ ভেদ করে মাথার ভেতর ঢুকে যায়। বাবা আবুল হাসান শান্ত (৩৩) ও মা সুমি আক্তার সন্তান লুটিয়ে পড়তেই ছুটে গিয়ে কোলে তুলে নেন। শুরু হয় আহাদকে বাঁচানোর প্রাণান্ত চেষ্টা। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে, পরদিন না ফেরার দেশে পাড়ি জমায় ছোট্ট আহাদ।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের মধ্যে সবচেয়ে কম বয়সী সে–ই।

আমরা জাতি হিসেবে কতটা নিচে নেমে গেছি, তা আজ স্পষ্ট। এতগুলো সন্তান প্রাণ হারালো, তবুও আমাদের কারও ভেতর সহানুভূতি নেই। কেউ কারও কষ্ট অনুভব করে না। চারদিকে শুধু চাঁদাবাজি, চুরি আর ছিনতাই—ক্ষমতা দখলের জন্য চলছে হানাহানি আর প্রতিহিংসা।–শহীদ আহাদের বাবা

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই আন্দোলনে অন্তত ১৩০ জন শিশু (১৮ বছরের কম বয়সী) শহীদ হয়েছে। এদের মধ্যে ১১ বছরের নিচে রয়েছে অন্তত ছয়জন। যারা রাজনীতি কী সেটাই বুঝতে শেখেনি। তবু রাজনৈতিক সহিংসতার বলি তারা।

আহাদের বাবা আবুল হাসান জাগো নিউজকে বলেন, ‘আমার আহাদ তো মাত্র চার বছরের শিশু। রাজনীতি কী, তা বুঝতেই শেখেনি। আমি নিজেও সরকারি চাকরিজীবী, কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনোদিন যুক্ত হইনি। তবুও রাজনীতির এই সহিংসতার বলি হতে হলো আমার নিরপরাধ শিশুকে। এ ব্যথার কোনো সান্ত্বনা নেই।’

তিনি বলেন, ‘সেসময় ছোট্ট ছোট্ট শিশুরাও ঘরের ভেতর নিরাপদ ছিল না। আমার আহাদ ছিল ঘরের মধ্যে, বারান্দায় দাঁড়িয়ে শুধু তাকিয়েছিল—সেই চাহনিতেই তার জীবন শেষ হয়ে গেলো।’

আহাদের বাবা বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১২ বছর। তার জন্মের পর আমার স্ত্রী গ্রামে ছিল। আমি ঢাকায়। কিন্তু আহাদের জন্মের পর আমরা সবাই একসঙ্গে ছিলাম। আহাদকে খুব যত্ন করে বড় করেছি। ওর প্রতিদিনের আবদার, আদর সবকিছুই খুব মিস করি। আসলে এই অনুভূতি কাউকে বোঝানোর মতো নয়।’

মর্গে ঢুকে দেখি—স্তূপ করে রাখা ৩০-৪০টা লাশের ওপরে পড়ে আছে আমার হোসেনের নিথর দেহ। সে দৃশ্য কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব নয়।–শহীদ হোসেনের মা

যে দেশের জন্য সন্তান রক্ত দিয়েছে সে দেশকে এখন কেমন দেখছেন—জানতে চাইলে ঢাকার সেগুনবাগিচার কর অঞ্চল-৮ কার্যালয়ের এই উচ্চমান সহকারী বলেন, ‘আমরা জাতি হিসেবে কতটা নিচে নেমে গেছি, তা আজ স্পষ্ট। এতগুলো সন্তান প্রাণ হারালো, তবুও আমাদের কারও ভেতর সহানুভূতি নেই। কেউ কারও কষ্ট অনুভব করে না। চারদিকে শুধু চাঁদাবাজি, চুরি আর ছিনতাই—ক্ষমতা দখলের জন্য চলছে হানাহানি আর প্রতিহিংসা। মানুষ হারিয়ে ফেলেছে মানবতা।’

নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় নিজ বাসার ছাদে দাঁড়িয়ে ছিল ছোট্ট রিয়া গোপ। চলছিল আন্দোলন। হঠাৎ একটি গুলি এসে বিদ্ধ করে তাকে—পাঁচতলা ভবনের ছাদও তাকে বাঁচাতে পারেনি।

রিয়া ছিলেন দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান। বিয়ের প্রায় চার বছর পর জন্ম নিয়েছিল সে, পরিবারের অনেক কাঙ্ক্ষিত আলো হয়ে।

‘আমি বিএনপি করি না, আওয়ামী লীগও না। কিন্তু আন্দোলনে বাচ্চারা মারা যাচ্ছিল, ঘরে বসে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। তাই পরিবারের সবাই মিলে শিক্ষার্থীদের লংমার্চে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই।-শহীদ জাবিরের মা

রিয়ার মামা রাজেশ গোপ জাগো নিউজকে বলেন, ‘একমাত্র সন্তানের জীবনের বিনিময়ে দীপক-বিউটি কারও কাছ থেকে এক পয়সাও সাহায্য নেননি। আবারও সন্তানের আশায় আছেন, কিন্তু স্রষ্টা এখনো তাদের কোল পূর্ণ করেননি। তাদের কষ্ট এমন, যা চোখে না দেখলে বোঝা যায় না।’

পপকর্ন ফেরি করতে গিয়ে গুলবিদ্ধ হয় হোসেন

২০ জুলাই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম রোড এলাকায় ফেরি করতে গিয়ে গুলিতে প্রাণ হারায় ১২ বছরের হোসেন মিয়া। পপকর্ন, আইসক্রিম আর চকলেট বিক্রি করেই পরিবার চালাতো সে।

বিকেল থেকেই নিখোঁজ হোসেনকে খুঁজছিলেন তার মা মালেকা বেগম ও বাবা মানিক মিয়া। রাত ৯টার দিকে মোবাইলফোনে একটি ছবি দেখে নিশ্চিত হন, গুলিবিদ্ধ অবস্থায় হোসেনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

গাড়ি না থাকায় প্রথমে একটি পিকআপে করে যাত্রাবাড়ী, পরে এক রিকশাওয়ালার সহায়তায় রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেলে পৌঁছান তারা।

মালেকা বেগম বলেন, ‘মর্গে ঢুকে দেখি—স্তূপ করে রাখা ৩০-৪০টা লাশের ওপরে পড়ে আছে আমার হোসেনের নিথর দেহ। সে দৃশ্য কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে তার বয়স ১০ বছর লেখা হয়েছে। কিন্তু হোসেনের বয়স ছিল ১২। তবে রাজনীতি বোঝার মতো ছিল না। সে শুধু ছাত্রদের সঙ্গে গিয়েছিল। তাই বলে তার বুকে গুলি করবে?’

রাজনীতির নামে প্রাণ হারানো একমাত্র সন্তানের জন্য এখনো বিচার তো দূরের কথা, একটি আসামিও গ্রেফতার হয়নি বলে ক্ষোভ জানান তিনি।

আসামিদের হুমকিতে পরিবারসহ বাড়ি ছাড়তে বাধ্য মালেকা বেগম বলেন, ‘একটা আসামিও এখনো ধরা পড়েনি। উল্টো তারা আমাদের বাড়িতে এসে মামলা তুলে নিতে বলে, চাপ দেয়। পুলিশ কিছুই করে না। ফলে হোসেনের স্মৃতিবিজড়িত সেই বাড়ি ছেড়ে আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ায় এসে আশ্রয় নিয়েছি।’

৫ আগস্ট ২০২৪। রাজধানীর উত্তরায় পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ চলাকালে মা–বাবার সঙ্গে ‘মিছিল দেখতে’ গিয়ে গুলিবিদ্ধ হয় ছয় বছরের জাবির ইব্রাহিম।

জাবিরের মা রোকেয়া বেগম মঙ্গলবার সকালে জাগো নিউজকে বলেন, ‘আমি বিএনপি করি না, আওয়ামী লীগও না। কিন্তু আন্দোলনে বাচ্চারা মারা যাচ্ছিল, ঘরে বসে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। তাই পরিবারের সবাই মিলে শিক্ষার্থীদের লংমার্চে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই। জাবিরকে নেওয়ার পরিকল্পনা ছিল না। কিন্তু ও জিদ করতে থাকে। বাধ্য হয়ে তাকেও সঙ্গে নিই।’

তিনি বলেন, ‘ততক্ষণে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর আসে। রাস্তায় আনন্দ মিছিল চলছিল। আন্দোলনকারীরা মিষ্টি বিতরণ করছিল। আমরা এক নির্মাণাধীন ভবনে দাঁড়িয়ে তা দেখছিলাম। জাবির আরও কাছ থেকে মিছিল দেখতে চায়। ঠিক তখনই হঠাৎ পুলিশ এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। সবাই দৌড়াতে থাকে। জাবিরের বাবা ওর হাত ধরে ছিলেন। এর মধ্যেই একটি গুলি এসে লাগে জাবিরের উরুতে।’

হাসপাতালে নিয়ে যাওয়ার পরও শেষ রক্ষা হয়নি। মারা যায় রোকেয়া বেগমের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট, ছয় বছরের জাবির।

মৃত্যুবার্ষিকীতে জাবিরের স্কুল—কেসি স্কুল অ্যান্ড কলেজ—একটি স্মরণসভার আয়োজন করে। মোবাইলে কথা বলার সময় রোকেয়া বলেন, ‘স্কুলে যাওয়ার জন্য রওয়ানা হয়েছি। কিন্তু কীভাবে যাবো বুঝতে পারছি না। আমার পা যেন থেমে গেছে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমার মতো অনেক মায়ের সন্তানের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন আসার কথা ছিল। কিন্তু কিছুই হয়নি। ঠিক যেন মুদ্রার এপিঠ–ওপিঠ।’

মানবাধিকার কর্মী নূর খান লিটন জাগো নিউজকে বলেন, ‘গণঅভ্যুত্থানে আমাদের বহু সন্তান প্রাণ দিয়েছে। তাদের রক্তে রঞ্জিত হয়েছে এ দেশের রাজপথ। কিন্তু কিছু … কারণে অভিষ্ট লক্ষ্য অর্জিত হয়নি।’

‘দুঃখজনক ব্যাপার। যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে নির্বিচারে… সেই ক্ষোভেই মানুষ নেমেছে। শিশুদের স্বাভাবিকভাবেই কৌতূহল থাকে। বাড়িতে ছাদে বারান্দায় ছিল। গুলি কাউকেই করা উচিত নয়।’

মানবাধিকার কর্মী খুশি কবীর জাগো নিউজকে বলেন, ‘গত বছর আন্দোলন দমাতে তৎকালীন সরকার যা করেছে তা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুঃখজনক। এ ধরনের নিরাপত্তাহীনতা ও দমনমূলক আচরণই ওই সরকারের দ্রুত পতনের অন্যতম কারণ।’

‘তবে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও নিরাপত্তা কাঠামো এখনো ভয়াবহ রকমের দুর্বল। এখনো এমন কোনো নীতিগত কাঠামো গড়ে ওঠেনি, যে কারণে স্কুলপড়ুয়া শিশুরা নিরাপদ নয়, কিংবা মানুষকে উসকানি দিয়ে মব সংস্কৃতি তৈরি হয়েছে,’ বলেন তিনি।

শিশুদের নিরাপত্তা নিয়ে এখনো আমরা পর্যাপ্ত সচেতন নই। হয়তো পুলিশ আগের মতো এলাপাথাড়ি গুলি করছে না। আকারে হচ্ছে না, কিন্তু এখনো শিশুদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, প্রমাণ ছাড়াই তাদের আটক রাখা হচ্ছে বা জেলে পাঠানো হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক,’ বলেন খুশি কবির।

জেপিআই/এএসএ/জেআইএম

টাইমলাইন

  1. ০১:২১ পিএম, ০৬ আগস্ট ২০২৫ গণতন্ত্রের পথ সুগম করায় সরকারের সবাইকে তারেক রহমানের ধন্যবাদ
  2. ০১:১৭ পিএম, ০৬ আগস্ট ২০২৫ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত
  3. ০১:১৪ পিএম, ০৬ আগস্ট ২০২৫ সরকার হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ: আখতার
  4. ০১:০২ পিএম, ০৬ আগস্ট ২০২৫ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই
  5. ১০:৫১ এএম, ০৬ আগস্ট ২০২৫ ঘোষণাপত্রে বিএনপি-এনসিপিকে সন্তুষ্ট করা হয়েছে, দাবি বিশ্লেষকদের
  6. ০৯:১০ এএম, ০৬ আগস্ট ২০২৫ অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
  7. ০৮:২৪ এএম, ০৬ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বার্লিনে বিএনপির বিজয় উৎসব
  8. ১০:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির
  9. ০৯:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হতে না পারে
  10. ০৯:৩৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘জুলাই সনদ’ চূড়ান্ত হওয়ার পর্যায়ে: প্রধান উপদেষ্টা
  11. ০৯:০৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নারী ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট দিতে পারেন নিশ্চিত করতে চাই
  12. ০৯:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ একটা গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে উন্মুখ হয়ে আছে
  13. ০৮:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ এবার আমরা সবাই ভোট দেবো, কেউ বাদ যাবে না
  14. ০৮:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আগামীকাল থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবো
  15. ০৮:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা
  16. ০৮:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে
  17. ০৮:৩২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ গুলি কইরা অনেক মানুষ মারছে, পুলিশের ফাঁসি চাই
  18. ০৮:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
  19. ০৭:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
  20. ০৭:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নীরব বিএনপি, প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রতিক্রিয়া
  21. ০৭:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ উপযুক্ত খেতাব চান জুলাই আহতরা
  22. ০৭:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন...’
  23. ০৭:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ: ডা. তাহের
  24. ০৭:০৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আগামীর শাসকদের জুলাই আন্দোলন-হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ
  25. ০৭:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে
  26. ০৬:৫৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অবৈধভাবে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করেছে
  27. ০৬:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
  28. ০৬:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বীরদের উৎসর্গ করে জুলাইয়ের গল্প শোনালেন সায়ান
  29. ০৬:৩৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ৮২ শহীদ পরিবার ও ১৪৮৩ জুলাই যোদ্ধাকে ঢাকা জেলা প্রশাসনের সংবর্ধনা
  30. ০৬:৩৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আন্দোলনকারী ছাত্র-জনতা পাবেন আইনি সুরক্ষা
  31. ০৬:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ যা আছে জুলাই ঘোষণাপত্রে
  32. ০৬:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্বাধীনতার পর সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল
  33. ০৬:২৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণের লড়াইকে সমর্থন করে সামরিক বাহিনী
  34. ০৬:২৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ফরিদপুর থেকে ১৭ যোদ্ধাকে নিয়ে ছেড়েছে স্পেশাল ট্রেন
  35. ০৬:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্ত্রী-মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল মামুনের, ফেরেন লাশ হয়ে
  36. ০৬:১৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বুঝতে শেখার আগেই রাজনীতির শিকার যারা
  37. ০৬:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ প্রধান উপদেষ্টার পাশে যেসব রাজনৈতিক দলের নেতারা
  38. ০৬:০৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন: প্রধান উপদেষ্টা
  39. ০৬:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে নাহিদকে জড়িয়ে ধরলেন প্রধান উপদেষ্টা
  40. ০৫:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ এক বছরেও শেষ হয়নি তদন্ত, বিচারের অপেক্ষায় শহীদ পরিবার
  41. ০৫:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আওয়ামী লীগের গুম-খুন ও লুটপাটের বিচার করা হবে
  42. ০৫:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ছবি আঁকড়ে আজও কাঁদেন শহীদ পরিবারের স্বজনরা
  43. ০৫:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা
  44. ০৫:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে
  45. ০৫:২৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা
  46. ০৫:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলাশের গান শুনে কাঁদতে কাঁদতে অজ্ঞান জুলাই শহীদের মা
  47. ০৫:১২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ সেই রক্তাক্ত অ্যাপ্রোন পরেই বিজয় উদযাপনে তাহরিমা
  48. ০৫:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের মঞ্চে প্রধান উপদেষ্টা
  49. ০৫:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বৃষ্টির বাধা উপেক্ষা করেই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অপেক্ষায় মানুষ
  50. ০৪:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নামমাত্র মূল্যে ‘গ্রাফিতি টি-শার্ট’ দিচ্ছেন ইউসুফ-আমিনুল
  51. ০৪:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ একটি শ্রেণি আন্দোলনের ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে
  52. ০৪:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলায়ন উদযাপনের প্রতীকী ‘হেলিকপ্টার বেলুনে’ আগুন লাগে যেভাবে
  53. ০৪:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে বিএনপি নেতারা
  54. ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার না করায় শহীদ রফিকের বাবার ক্ষোভ
  55. ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাইয়ের অর্জন: মানুষ এখন কথা বলার সাহস পায়
  56. ০৪:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ খেলায়-খেলায় শেখ হাসিনার পলায়ন উদযাপন
  57. ০৪:০৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউয়ে হকারদের ‘পোয়াবারো’
  58. ০৪:০৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ, আহত ১০
  59. ০৪:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বিচারের অপেক্ষায় সিলেটের ৭ শহীদ পরিবার
  60. ০৩:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘কোটা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, খেয়ে-পরে বাঁচতে চাই’
  61. ০৩:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ টিএসসির সবুজ চত্বরে ‘ফতেহ গণভবন’, আরও আছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’
  62. ০৩:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অতীতে যেসব রাষ্ট্রপ্রধান দেশ ছাড়েন
  63. ০৩:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
  64. ০৩:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘আব্বু, শেখ হাসিনা আর ক্ষমতায় নাই’ শেষ কথা ছিল শহীদ আব্দুল্লাহর
  65. ০৩:০০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ ঘিরে বেশি দামে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা
  66. ০২:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘শেখ হাসিনা পালাইছে’ স্লোগানে উত্তাল মানিক মিয়া অ্যাভিনিউ
  67. ০২:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যোগ দেবে এনসিপির তিনজনের প্রতিনিধিদল
  68. ০২:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই যোদ্ধাদের ফুল দেওয়া হলো পিয়ন দিয়ে!
  69. ০২:৩৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বাবার হাত ধরে শিশুরাও বিজয় উদযাপনে
  70. ০২:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো কয়েকশ ‘হেলিকপ্টার বেলুন’
  71. ০১:৫৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জয়দেবপুর রেল স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’
  72. ০১:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ কোটা নিয়ে বাড়াবাড়ি, পতন ঘটে শেখ হাসিনার
  73. ০১:৩৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
  74. ০১:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলাতক ফ্যাসিস্টদের এখনও অনুশোচনা নেই: রিজভী
  75. ০১:২৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ শহীদ মনিরের ছেলের বাবা ডাক যেন কাঁটা হয়ে বিঁধে স্ত্রীর মনে
  76. ০১:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মঞ্চে নিরাপত্তা পরীক্ষায় সেনাবাহিনীর বোম্ব ডিজপোজাল ইউনিট
  77. ০১:১৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট শুধু বিশেষ দিবস নয় জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা
  78. ০১:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী
  79. ০১:০৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জল্লাদ-চিকিৎসক হাজির, জনতার আদালতে হাসিনার প্রতীকী ফাঁসি
  80. ০১:০১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  81. ১২:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: তাহেরের নেতৃত্বে অংশ নেবে জামায়াতের প্রতিনিধিদল
  82. ১২:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ হাসিনার পতনের খবর পেয়ে দুপুরেই সটকে পড়েন অনেকে
  83. ১২:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেশের গান দিয়ে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান
  84. ১২:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেড় বছরের মেয়েকে নিয়ে জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন তামান্না
  85. ১২:২২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ চোখের সামনে একের পর এক হত্যা দেখে ভেঙে পড়েন সাংবাদিকরা
  86. ১২:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্বপ্নের রঙিন ঘর-বোনের বিয়ে হলেও নেই কামরুল
  87. ১২:০৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
  88. ১২:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পুলিশের গুলিতে ‘নিহত’ হৃদয়ের মরদেহ খুঁজে ফিরছে পরিবার
  89. ১১:৫৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ
  90. ১১:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ জনগণ প্রতি বছর আজকের দিনটিকে সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে
  91. ১১:১২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সাবেক ৭৩ জনের সনদ বাতিল
  92. ১০:৪০ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট লংমার্চে গিয়ে না ফেরা মুন্নার খোঁজে পাগলপ্রায় মা-বাবা
  93. ১০:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানে ছাত্রলীগ-যুবলীগের সহযোগী পুলিশ সদস্যরা বহাল তবিয়তে
  94. ০৯:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ নতুন বাংলাদেশের আশায় ফারুকী, পরীমনি লিখেছিলেন ‘শান্তি চাই’
  95. ০৯:৩৩ এএম, ০৫ আগস্ট ২০২৫ কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়লো জুলাই বিশেষ ট্রেন
  96. ০৯:৩২ এএম, ০৫ আগস্ট ২০২৫ শহীদদের ঘরে কান পাতলে আজও শোনা যায় কান্নার রোল
  97. ০৯:২৯ এএম, ০৫ আগস্ট ২০২৫ ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তি : কী পেলাম কী পেলাম না
  98. ০৯:২৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ
  99. ০৯:২২ এএম, ০৫ আগস্ট ২০২৫ আমার এই অন্ধত্বের জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী: দিনমজুর পারভীন
  100. ০৯:০৭ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধক শহীদ সাজিদের মা
  101. ০৯:০৩ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৩৬ জুলাই: ‘রুদ্ধশ্বাস’ অধ্যায়ের সমাপ্তি
  102. ০৮:৫৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
  103. ০৮:৩৭ এএম, ০৫ আগস্ট ২০২৫ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ
  104. ০৮:৩২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা ছাত্র ফেডারেশনের
  105. ০৬:২৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ ‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর কী কী থাকছে
  106. ০৫:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ ঢাবিতে আজ ‘জাগ্রত জুলাই’ কনসার্ট
  107. ০৪:২৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের
  108. ০৩:৩০ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট নিস্তব্ধ শাহবাগ যেভাবে দখলে নেয় ছাত্র-জনতা
  109. ১২:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ প্রস্তুত মঞ্চ-সাউন্ড-লাইটিং সিস্টেম, নিরাপত্তা জোরদার
  110. ১২:০২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: ফখরুলের নেতৃত্বে অংশ নেবে বিএনপির প্রতিনিধিদল
  111. ০৯:৩৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ মাতাবেন যারা
  112. ০৯:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
  113. ০৮:২৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে
  114. ০৬:৫৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ শহীদদের ত্যাগ দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে
  115. ০৬:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
  116. ১২:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ সেদিন রণক্ষেত্র হয়ে উঠেছিল মহিপাল, গুলিতে লুটিয়ে পড়েন ৭ তরুণ