ফিরে দেখা ৫ আগস্ট
হাসিনার পতনের খবর পেয়ে দুপুরেই সটকে পড়েন অনেকে
৫ আগস্ট ২০২৪। সকাল ১০টা। নগরীর চৌহাট্টা শহীদ মিনার এলাকা। মুখে মুখোশ পরে শুধু চোখ দুটো খোলা রেখে সশস্ত্র অবস্থানে ছিলো পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। সঙ্গে ছিল পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য। সারিবদ্ধভাবে সাজানো ছিল সাজোয়া যান। এ যেন যুদ্ধের ময়দানে শত্রু পক্ষকে নিঃশ্বেস করার প্রস্তুতি।
ঘড়ির কাটায় সকাল সাড়ে ১০টা বাজতে ছাত্র-জনতার একটি মিছিল শহীদ মিনারের দিকে এগুতোই সশস্ত্র হামলা করে সোয়াট-পুলিশ সদস্যরা। দফায় দফায় চলে গুলি ও ইট পাটকেল নিক্ষেপ। পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের খবর পেয়ে কারফিউ ভঙ্গ করে ছাত্র-জনতার আরও কয়েকটি ছোট ছোট মিছিল শহীদ মিনারের দিকে এগিয়ে এলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। দফায় দফায় চলে সংঘর্ষ। পুলিশের মরণঘাতি অস্ত্রের মুখে ছাত্র-জনতার পাল্টা প্রতিরোধ গড়ে তোলার একমাত্র অস্ত্র ছিল ‘ইট’। ইট দিয়ে ঢিল ছুঁড়ে পুলিশ সদস্যদের পিছু হটানোর চেষ্টা করেও ব্যর্থ হয় আন্দোলনকারীরা। সোয়াট সদস্য নির্বিচারে গুলি করতে থাকে। এসময় নিজেদের গুলিতে গুরুতর আহত হন এক সোয়াট সদস্য।
সকাল সাড়ে ১১টা। নিজেদের গুলিতে আহত সোয়াট সদস্যকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ক্যাজুয়িলিটি বিভাগে তখন চিকিৎসা নিচ্ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। তিনিও আগেরদিন এক পুলিশ কনস্টেবলের ছররা গুলিতে আহত হয়েছিলেন। সোয়াট সদস্যরা এতোটাই রণ রূপ ধারণ করেছিলো, হাসপাতালে ঢুকতেই সাধারণ মানুষও ভয়ে সটকে পড়ে। এর আগে আজবাহার আলী শেখ হাসপাতালে প্রবেশের আগ মুহূর্তে ক্যাজুয়িলিটি বিভাগ থেকে আহত আন্দোলনকারীদেরও সরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

দুপুর ১২টা। আহত আজবাহার আলী ও সোয়াট সদস্যকে দেখতে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। ক্যাজুয়লিটি বিভাগের ভেতরে ঢুকে তিনি আজবাহার আলীকে নিয়ে কথা বলতে শুরু করেন। এরপরপরই আজবাহার আলী চিকিৎসাধীন অবস্থা থেকে ওঠে চলে যান হাসপাতালের পরিচালকের রুমে। এরপর আজবাহার আলীর সঙ্গে থাকা পুলিশ ফোর্সরাও হাসপাতাল ছেড়ে চলে যায়। এরপর অনেক খোঁজাখুজি করেও হাসপাতালে পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে পাওয়া যায়নি। তিনি ছিলেন সিলেটে ছাত্র-জনতার উপর হামলার অন্যতম হুকুমদাতা। এসময় সিলেট আওয়ামী লগের নেতারাও সটকে পড়েন বলে জানা যায়।
এর কিছু সময় পর টেলিভিশনের স্ক্রলে ভেসে ওঠে দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। কিছু একটা যে হয়েছে, সেটা ওসমানী হাসপাতালে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণেই আভাস মিলেছিল।
অন্যদিকে, দুপুর গড়ানোর আগেই কারফিউ ভেঙে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকে হাজার হাজার ছাত্র-জনতা। বেলা ১২টার দিকে নগরীর বন্দরবাজার এলাকার মধুবন মার্কেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন হাজারও ছাত্র-জনতা। এসময়ও আন্দোলনকারীদের দমাতে ভারি ও মরণঘাতি অস্ত্র ব্যবহার করে পুলিশ-আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। দুপুর ২টা পর্যন্ত তাদের হামলায় আহত হয়েছেন অনেক ছাত্র ও সাধারণ মানুষ।

দুপুর ২টায় সেনাপ্রধানের ভাষণের সময় পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে সিলেটের মানুষের মধ্যে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছেন। কিন্তু কেউই নিশ্চিত হতে পারছিলেন না।
বিকেল ৪টার দিকে এ খবর নিশ্চিত হওয়ার পর সিলেটের পাড়া মহল্লা থেকে হাজারও নুষের ঢল নামে রাজপথে। তারা স্লোগানে, মিছিলে বিজয় উল্লাস করতে থাকেন। মুহূর্তেই সিলেটের সব মিছিল মিলেছিল নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে। বিকেল গড়াতে গড়াতে নারীরাও নেমে আসেন রাস্তায়। এসময় সিলেটজুড়ে ছিল তুমুল বৃষ্টি। বৃষ্টি উপক্ষো করেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন সিলেটের লাখও মানুষ। এমন কোনো বাসা-বাড়ি নেই, যে বাড়ির মানুষজন আনন্দ উল্লাস করতে রাস্তায় নামেনি। রাত ৮টা পর্যন্ত চলে মানুষের উল্লাস।
এদিকে হাসিনা পলিয়ে যাওয়ার খবর নিশ্চিতের পর একদল লোক সিলেট নগরের বিভিন্ন এলাকায় সরকারি প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ছাড়াও বিভিন্ন দোকানপাট, ফার্মেসি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এদিন বিকাল ৩টার পর থেকে বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটেছে। বিকাল সোয়া ৩টার দিকে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এরপর সিলেট জেলা প্রশাসক কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, আওয়ামী লীগ নেতাদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান, বেশ কয়েকজন কাউন্সিলরের বাসা, সোবহানীঘাট ও লামাবাজার পুলিশ ফাঁড়ি এবং দক্ষিণ সুরমা থানাসহ বিভিন্ন স্থাপনা ও বাসায় অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়।
এ দিন নগরীর অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরের নয়াসড়কে ফ্যাশন হাউস ‘মাহা’র শোরুমে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একইভাবে নগরের চৌহাট্টায় ইউনিক ফার্মা ও মেসার্স শাহপরান ফার্মেসিতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
এই পরিস্থিতিতে বিকেলের দিকে মাইক হাতে পিকআপ ভ্যানে করে শহর ঘুরে বেড়ান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। রাস্তায় রাস্তায় ঘুরে মাইকিং করে নৈরাজ্য সৃষ্টিকারী ও লুটপাটকারীদের প্রতিহত করার আহ্বান জানান।

সিলেট জেলায় শহীদরা হলেন যারা
জুলাই আন্দোলনে সিলেট জেলায় শহিদ হয়েছেন ১৩ জন। এর মধ্যে সিলেট নগরীতে সাংবাদিক তুরাবসহ চারজন, গোলাপগঞ্জ উপজেলায় ছয়জন, বিয়ানীবাজারে তিনজন।
সিলেটে যেভাবে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন
২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝিতে সিলেটে কোটা সংস্কার আন্দোলন তীব্র গতি পায়। বিশেষ করে ১৪ জুলাই চীন থেকে ফিরে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যা দেওয়ায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে শাবিপ্রবিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। রাত ১১টার দিকে হঠাৎ সৈয়দ মুজতবা আলী হল থেকে শুরু হয় ‘তুমি কে, আমি কে রাজাকার, রাজাকার’ স্লোগান। মাত্র কয়েকজন শিক্ষার্থীর শুরু করা প্রতিবাদ মিছিল ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু হল, শাহপরাণ হলসহ অন্যান্য আবাসিক হলে।
সে সময় আন্দোলনকারী শাবির লোক প্রশাসনের শিক্ষার্থী আলতাফুর রহমান তাসনিম জানান, মুজতবা আলী হল থেকে ছাত্রদের মিছিল বের হলে শাহপরাণ হলে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা তা প্রতিরোধে নামে। এই সময় স্লোগান দেওয়া কয়েকজন শিক্ষার্থীর ওপর চড়াও হয় তারা। খবর পেয়ে ঘটনার ১৫ মিনিট পর প্রধান ফটক থেকে আন্দোলনকারী অন্য শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে। তারা ছাত্রীদের হলের সামনে গিয়ে স্লোগান দিলে শতাধিক ছাত্রী মধ্যরাতে হল থেকে বের হয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেয়। মিছিলে নারী শিক্ষার্থীদের সরব উপস্থিতি আন্দোলনকারীদের মনোবল আরও দৃঢ় করে তোলে।
একপর্যায়ে ক্যাম্পাসে প্রবল বৃষ্টির মধ্যেও মিছিলকারীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে সমবেত হয়। এই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ফের মিছিলে হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী বেশ কয়েক জন আহত হন। পরদিন আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
১৪ জুলাই শাবি ক্যাম্পাস ছাড়াও সিলেট শহরে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্মারকলিপিতে সরকারি চাকরিতে ৯৫ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত এবং সর্বোচ্চ ৫ শতাংশ অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণের দাবি জানানো হয়। সন্ধ্যার পর সিলেট নগরের চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করা হয়। যার ফলে ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন সারা শহরে ছড়িয়ে যায়।
আহমেদ জামিল/এএইচ/এমএস
টাইমলাইন
- ০১:২১ পিএম, ০৬ আগস্ট ২০২৫ গণতন্ত্রের পথ সুগম করায় সরকারের সবাইকে তারেক রহমানের ধন্যবাদ
- ০১:১৭ পিএম, ০৬ আগস্ট ২০২৫ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত
- ০১:১৪ পিএম, ০৬ আগস্ট ২০২৫ সরকার হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ: আখতার
- ০১:০২ পিএম, ০৬ আগস্ট ২০২৫ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই
- ১০:৫১ এএম, ০৬ আগস্ট ২০২৫ ঘোষণাপত্রে বিএনপি-এনসিপিকে সন্তুষ্ট করা হয়েছে, দাবি বিশ্লেষকদের
- ০৯:১০ এএম, ০৬ আগস্ট ২০২৫ অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
- ০৮:২৪ এএম, ০৬ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বার্লিনে বিএনপির বিজয় উৎসব
- ১০:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির
- ০৯:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হতে না পারে
- ০৯:৩৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘জুলাই সনদ’ চূড়ান্ত হওয়ার পর্যায়ে: প্রধান উপদেষ্টা
- ০৯:০৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নারী ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট দিতে পারেন নিশ্চিত করতে চাই
- ০৯:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ একটা গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে উন্মুখ হয়ে আছে
- ০৮:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ এবার আমরা সবাই ভোট দেবো, কেউ বাদ যাবে না
- ০৮:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আগামীকাল থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবো
- ০৮:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা
- ০৮:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে
- ০৮:৩২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ গুলি কইরা অনেক মানুষ মারছে, পুলিশের ফাঁসি চাই
- ০৮:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
- ০৭:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- ০৭:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নীরব বিএনপি, প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রতিক্রিয়া
- ০৭:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ উপযুক্ত খেতাব চান জুলাই আহতরা
- ০৭:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন...’
- ০৭:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ: ডা. তাহের
- ০৭:০৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আগামীর শাসকদের জুলাই আন্দোলন-হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ
- ০৭:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে
- ০৬:৫৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অবৈধভাবে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করেছে
- ০৬:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
- ০৬:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বীরদের উৎসর্গ করে জুলাইয়ের গল্প শোনালেন সায়ান
- ০৬:৩৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ৮২ শহীদ পরিবার ও ১৪৮৩ জুলাই যোদ্ধাকে ঢাকা জেলা প্রশাসনের সংবর্ধনা
- ০৬:৩৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আন্দোলনকারী ছাত্র-জনতা পাবেন আইনি সুরক্ষা
- ০৬:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ যা আছে জুলাই ঘোষণাপত্রে
- ০৬:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্বাধীনতার পর সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল
- ০৬:২৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণের লড়াইকে সমর্থন করে সামরিক বাহিনী
- ০৬:২৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ফরিদপুর থেকে ১৭ যোদ্ধাকে নিয়ে ছেড়েছে স্পেশাল ট্রেন
- ০৬:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্ত্রী-মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল মামুনের, ফেরেন লাশ হয়ে
- ০৬:১৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বুঝতে শেখার আগেই রাজনীতির শিকার যারা
- ০৬:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ প্রধান উপদেষ্টার পাশে যেসব রাজনৈতিক দলের নেতারা
- ০৬:০৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন: প্রধান উপদেষ্টা
- ০৬:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে নাহিদকে জড়িয়ে ধরলেন প্রধান উপদেষ্টা
- ০৫:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ এক বছরেও শেষ হয়নি তদন্ত, বিচারের অপেক্ষায় শহীদ পরিবার
- ০৫:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আওয়ামী লীগের গুম-খুন ও লুটপাটের বিচার করা হবে
- ০৫:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ছবি আঁকড়ে আজও কাঁদেন শহীদ পরিবারের স্বজনরা
- ০৫:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা
- ০৫:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে
- ০৫:২৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা
- ০৫:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলাশের গান শুনে কাঁদতে কাঁদতে অজ্ঞান জুলাই শহীদের মা
- ০৫:১২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ সেই রক্তাক্ত অ্যাপ্রোন পরেই বিজয় উদযাপনে তাহরিমা
- ০৫:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের মঞ্চে প্রধান উপদেষ্টা
- ০৫:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বৃষ্টির বাধা উপেক্ষা করেই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অপেক্ষায় মানুষ
- ০৪:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ নামমাত্র মূল্যে ‘গ্রাফিতি টি-শার্ট’ দিচ্ছেন ইউসুফ-আমিনুল
- ০৪:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ একটি শ্রেণি আন্দোলনের ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে
- ০৪:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলায়ন উদযাপনের প্রতীকী ‘হেলিকপ্টার বেলুনে’ আগুন লাগে যেভাবে
- ০৪:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে বিএনপি নেতারা
- ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার না করায় শহীদ রফিকের বাবার ক্ষোভ
- ০৪:২৬ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাইয়ের অর্জন: মানুষ এখন কথা বলার সাহস পায়
- ০৪:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ খেলায়-খেলায় শেখ হাসিনার পলায়ন উদযাপন
- ০৪:০৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউয়ে হকারদের ‘পোয়াবারো’
- ০৪:০৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ, আহত ১০
- ০৪:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বিচারের অপেক্ষায় সিলেটের ৭ শহীদ পরিবার
- ০৩:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘কোটা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, খেয়ে-পরে বাঁচতে চাই’
- ০৩:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ টিএসসির সবুজ চত্বরে ‘ফতেহ গণভবন’, আরও আছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’
- ০৩:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ অতীতে যেসব রাষ্ট্রপ্রধান দেশ ছাড়েন
- ০৩:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
- ০৩:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘আব্বু, শেখ হাসিনা আর ক্ষমতায় নাই’ শেষ কথা ছিল শহীদ আব্দুল্লাহর
- ০৩:০০ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ ঘিরে বেশি দামে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা
- ০২:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘শেখ হাসিনা পালাইছে’ স্লোগানে উত্তাল মানিক মিয়া অ্যাভিনিউ
- ০২:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যোগ দেবে এনসিপির তিনজনের প্রতিনিধিদল
- ০২:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই যোদ্ধাদের ফুল দেওয়া হলো পিয়ন দিয়ে!
- ০২:৩৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ বাবার হাত ধরে শিশুরাও বিজয় উদযাপনে
- ০২:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো কয়েকশ ‘হেলিকপ্টার বেলুন’
- ০১:৫৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জয়দেবপুর রেল স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’
- ০১:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ কোটা নিয়ে বাড়াবাড়ি, পতন ঘটে শেখ হাসিনার
- ০১:৩৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- ০১:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পলাতক ফ্যাসিস্টদের এখনও অনুশোচনা নেই: রিজভী
- ০১:২৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ শহীদ মনিরের ছেলের বাবা ডাক যেন কাঁটা হয়ে বিঁধে স্ত্রীর মনে
- ০১:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ মঞ্চে নিরাপত্তা পরীক্ষায় সেনাবাহিনীর বোম্ব ডিজপোজাল ইউনিট
- ০১:১৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট শুধু বিশেষ দিবস নয় জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা
- ০১:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী
- ০১:০৭ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জল্লাদ-চিকিৎসক হাজির, জনতার আদালতে হাসিনার প্রতীকী ফাঁসি
- ০১:০১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ১২:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: তাহেরের নেতৃত্বে অংশ নেবে জামায়াতের প্রতিনিধিদল
- ১২:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ হাসিনার পতনের খবর পেয়ে দুপুরেই সটকে পড়েন অনেকে
- ১২:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেশের গান দিয়ে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান
- ১২:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫ দেড় বছরের মেয়েকে নিয়ে জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন তামান্না
- ১২:২২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ চোখের সামনে একের পর এক হত্যা দেখে ভেঙে পড়েন সাংবাদিকরা
- ১২:২১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ স্বপ্নের রঙিন ঘর-বোনের বিয়ে হলেও নেই কামরুল
- ১২:০৮ পিএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
- ১২:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫ পুলিশের গুলিতে ‘নিহত’ হৃদয়ের মরদেহ খুঁজে ফিরছে পরিবার
- ১১:৫৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ
- ১১:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ জনগণ প্রতি বছর আজকের দিনটিকে সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে
- ১১:১২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সাবেক ৭৩ জনের সনদ বাতিল
- ১০:৪০ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট লংমার্চে গিয়ে না ফেরা মুন্নার খোঁজে পাগলপ্রায় মা-বাবা
- ১০:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানে ছাত্রলীগ-যুবলীগের সহযোগী পুলিশ সদস্যরা বহাল তবিয়তে
- ০৯:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ নতুন বাংলাদেশের আশায় ফারুকী, পরীমনি লিখেছিলেন ‘শান্তি চাই’
- ০৯:৩৩ এএম, ০৫ আগস্ট ২০২৫ কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়লো জুলাই বিশেষ ট্রেন
- ০৯:৩২ এএম, ০৫ আগস্ট ২০২৫ শহীদদের ঘরে কান পাতলে আজও শোনা যায় কান্নার রোল
- ০৯:২৯ এএম, ০৫ আগস্ট ২০২৫ ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তি : কী পেলাম কী পেলাম না
- ০৯:২৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ
- ০৯:২২ এএম, ০৫ আগস্ট ২০২৫ আমার এই অন্ধত্বের জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী: দিনমজুর পারভীন
- ০৯:০৭ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধক শহীদ সাজিদের মা
- ০৯:০৩ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৩৬ জুলাই: ‘রুদ্ধশ্বাস’ অধ্যায়ের সমাপ্তি
- ০৮:৫৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ০৮:৩৭ এএম, ০৫ আগস্ট ২০২৫ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ
- ০৮:৩২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা ছাত্র ফেডারেশনের
- ০৬:২৪ এএম, ০৫ আগস্ট ২০২৫ ‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর কী কী থাকছে
- ০৫:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ ঢাবিতে আজ ‘জাগ্রত জুলাই’ কনসার্ট
- ০৪:২৬ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের
- ০৩:৩০ এএম, ০৫ আগস্ট ২০২৫ ৫ আগস্ট নিস্তব্ধ শাহবাগ যেভাবে দখলে নেয় ছাত্র-জনতা
- ১২:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২৫ প্রস্তুত মঞ্চ-সাউন্ড-লাইটিং সিস্টেম, নিরাপত্তা জোরদার
- ১২:০২ এএম, ০৫ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র: ফখরুলের নেতৃত্বে অংশ নেবে বিএনপির প্রতিনিধিদল
- ০৯:৩৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ মাতাবেন যারা
- ০৯:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
- ০৮:২৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে হবে
- ০৬:৫৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ শহীদদের ত্যাগ দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে
- ০৬:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
- ১২:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৫ সেদিন রণক্ষেত্র হয়ে উঠেছিল মহিপাল, গুলিতে লুটিয়ে পড়েন ৭ তরুণ