বর-বউ নেই, আছে আয়োজন, জেন-জির ‘নকল বিয়ে’ ট্রেন্ড
শহরের এক ঝলমলে কনভেনশন হলে ঢুকলে মনে হবে, আপনি বুঝি সত্যিকারের কোনো বিয়েতে এসে পড়েছেন। চারদিকে রঙিন আলো, ফুলের সাজ, ডিজের তালে তালে নাচছে তরুণ-তরুণীরা। মেয়েরা পরে আছে লেহেঙ্গা আর শাড়ি, ছেলেরা শেরওয়ানি ও কুর্তা। হাসি, সেলফি আর উচ্ছ্বাসে ভরে আছে পুরো হল। কিন্তু আশ্চর্যের বিষয় এখানে কোনো বর নেই, কোনো কনে নেই। তবু সবাই যেন বিয়ের আনন্দে মেতে উঠেছে।
এটাই এখন ভারতের বড় শহরগুলোর নতুন ট্রেন্ড নকল বিয়ে বা থিম পার্টি। দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে ভুয়া বিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অতিথিরা সাধারণত তরুণ-তরুণীরাই। তারা বন্ধুদের সঙ্গে রাত কাটাতে চান, অতিথিদের চাপ ছাড়াই ঐতিহ্যবাহী ভারতীয় বিয়ের নাটকীয়তা এবং মজা উপভোগ করতে চান।
এই নকল বিয়েতে আসতে হলে আগে টিকিট কাটতে হয়। টিকিট হাতে নিয়ে ঢুকলেই শুরু হয়ে যায় উৎসব। মেহেদি, গান, নাচ, খাবার সবকিছুই আছে, ঠিক যেন আসল বিয়ের মতো। শুধু পার্থক্য একটাই এখানে কাউকে বিয়ে করতে হয় না। সবাই এসেছে শুধু আনন্দ করতে, সাজগোজ করতে আর নিজেদের মতো করে সময় কাটাতে।
অনেক তরুণ-তরুণী বলেন, আত্মীয়দের বিয়েতে গেলে যেন এক ধরনের পরীক্ষায় বসতে হয়। কে কী পোশাক পরেছে, কে কতটা সফল, কবে বিয়ে করবে এই সব প্রশ্নের ভারে আনন্দ অনেক সময় চাপা পড়ে যায়। অনেক জেন-জি বা অবিবাহিত ছেলে-মেয়েরা আত্মীয়দের বিয়েতে যেতেই চান না। নানান বাহানায় এড়িয়ে যান।
কিন্তু এই নকল বিয়েতে সে চাপ নেই। এখানে কেউ কাউকে বিচার করে না। আপনি চাইলে আধুনিক পোশাক পরতে পারেন, চাইলে ট্র্যাডিশনাল সাজ নিতে পারেন কেউ কিছু বলবে না। কেউ আপনার ব্যক্তিগত জীবন, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে না। এমনকি এখানে বেশিরভাগই কেউ কাউকে চেনেন না।
এই পার্টিগুলো এখন সোশ্যাল মিডিয়ার যুগে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ঝলমলে স্টেজ, রঙিন আলো, ফুলে ঘেরা প্রবেশপথ সবই যেন ইনস্টাগ্রামের জন্য বানানো। অনেকেই এখানে এসে এমন পোশাক পরে ছবি তোলে, যেগুলো তারা সাধারণ জীবনে পরার সুযোগ পায় না। এক রাতেই তারা বিয়ের গ্ল্যামার আর তারকাখ্যাতির অনুভূতি পেয়ে যায়।
শুধু তরুণরা নয়, এই ট্রেন্ডে লাভবান হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোও। বিয়ের মৌসুম না থাকলে তাদের ভেন্যু, ক্যাটারিং, সাজসজ্জার ব্যবসা থেমে যায়। নকল বিয়ে সেই শূন্য সময়টুকু ভরিয়ে দিচ্ছে। বর-কনে না থাকলেও আয়োজন ঠিকই জমকালো, আর খরচও কম নয়।
তবে এই ট্রেন্ড নিয়ে বিতর্কও কম নয়। কেউ কেউ বলেন, এতে বিয়ের পবিত্রতা ও সংস্কৃতিকে হালকা করে দেখা হচ্ছে। আবার তরুণদের যুক্তি ভিন্ন তাদের মতে, এটি বিয়ের বিকল্প নয়, বরং একটি আলাদা ধরনের উৎসব, যেখানে মানুষ কেবল আনন্দের জন্য একত্র হয়।
এই নকল বিয়ে আসলে জেন-জির মানসিকতারই প্রতিফলন। তারা ঐতিহ্য চায়, কিন্তু নিজের মতো করে। তারা সম্পর্কের চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়। তাই বিয়ে ছাড়াই বিয়ের আনন্দ এই নতুন গল্প এখন শহরের রাতগুলোয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন
বাঙালি বিয়েতে গায়েহলুদ, এই রীতির ইতিহাস কী জানেন?
যার সংগ্রহে যত তিমির দাঁত, বিয়ের পাত্র হিসেবে সে তত এগিয়ে
সূত্র: বিবিসি
কেএসকে
টাইমলাইন
- ০১:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ বর-বউ নেই, আছে আয়োজন, জেন-জির ‘নকল বিয়ে’ ট্রেন্ড
- ১২:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ বিয়েতে কনের পায়ের সাজে আভিজাত্য
- ১২:২০ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে: সংস্কৃতি থেকে আধুনিক আইন
- ০৪:৩৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ যার সংগ্রহে যত তিমির দাঁত, বিয়ের পাত্র হিসেবে সে তত এগিয়ে
- ০১:৪১ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বক উজ্জ্বল করবে গাজরের ফেসপ্যাক
- ০৪:১৩ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বক উজ্জ্বল রাখতে বাড়িতে বানান আফটার শেভ লোশন
- ০২:৪০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ বিয়ের কনে কেনা যায় যে হাটে
- ০৩:৩২ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ফটোশুটে আটকে গেছে বিয়ের আয়োজন, ফিকে হয়েছে আনন্দ
- ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বিয়ের উৎসবে শিশুর যত্ন নিন সহজভাবে
- ০১:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ শীতে বিয়ের মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখার কৌশল
- ০১:৪৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বিয়ের পর ৩ দিন টয়লেটে যেতে পারেন না নব দম্পতি
- ০৩:৫৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ বিয়ের আগের দিন যা করলে স্মরণীয় মুহূর্ত তৈরি হবে
- ০২:৪৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ রহস্যে ঘেরা ‘লা পাস্কুয়ালিতা’: জীবন্ত বিয়ের কনে নাকি মোমের পুতুল
- ১২:৫৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ বিয়ের মেকআপে ডাবল চিন নয়, ফোকাস থাকুক সৌন্দর্যে
- ১১:১৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৬ বাঙালি বিয়েতে গায়েহলুদ, এই রীতির ইতিহাস কী জানেন?
- ০২:১৪ পিএম, ০২ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে পুরুষরা ত্বকের যত্ন নেবেন যেভাবে
- ০৫:৫২ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের বাড়তি খাবার ফ্রিজে রাখছেন, যেসব ভুলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি
- ০৪:০১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়েতে অতিথিরা বর-কনেকে চুমু খান যে দেশে
- ০১:২১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে সঠিক জীবনসঙ্গী কীভাবে খুঁজে নেবেন
- ১২:৩৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ অফিস শেষে বিয়ের দাওয়াত, সাজুন স্টাইলিশভাবে
- ১২:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে কনের চুলের যত্নে থাকুক নিখুঁত ছোঁয়া
- ০২:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের দিনের মেকআপ প্রাকৃতিক উপায়ে তুলবেন কীভাবে
- ০২:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে কী কী গ্যাজেট উপহার দিতে পারেন
- ০১:৪১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ জামদানির বুননে বিয়ের স্বপ্ন
- ১২:৫৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে মেহেদি পরা আজকের নয়, ৫০০০ বছরের ঐতিহ্য
- ১২:৩৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে ওজন কমাতে যা করবেন
- ১২:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ শাড়ির ভাঁজে ভাঁজে অনুভূতি, বিয়েতে বেনারসির বাইরে যা পরবেন
- ০২:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ বিয়েতে লাল শাড়ি কেনার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
- ০২:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন কি হারাতে বসেছে
- ০২:২৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ মোগল আমলের রাজকীয় রীতি থেকে আজকের বিয়ে