কম খরচে বিয়ে: যেখানে ভালোবাসাই একমাত্র আয়োজন
বিয়ে মানেই বিশাল আয়োজন-হল বুকিং, দামি পোশাক, শত শত অতিথি, জমকালো খাবার আর মোটা অঙ্কের খরচ। পৃথিবীর অনেক দেশে বিয়ে এখন যেন সামাজিক প্রতিযোগিতা। কে কত বড় আয়োজন করল, কে কত খরচ করল সেই হিসাবেই যেন বিয়ের সাফল্য মাপা হয়। কিন্তু এই প্রচলিত ধারণার বাইরেও এক ভিন্ন বাস্তবতা আছে।
তবে বিশ্বের নানা প্রান্তে এমন সব বিয়ের রীতি ও দর্শন রয়েছে, যেখানে বিয়েতে খরচ বলতে প্রায় কিছুই নেই। ভালোবাসা, সম্মতি আর সামাজিক স্বীকৃতিই সেখানে প্রধান, অর্থ নয়। চলুন এমন কয়েকটি দেশের বিয়ে সম্পর্কে আজ জেনে আসি-
জাপান: কাগজে-কলমে সম্পর্ক, আয়োজন ছাড়াই বিয়ে
বিশ্বের সবচেয়ে কম খরচের বিয়ের উদাহরণগুলোর একটি পাওয়া যায় জাপানে। সেখানে অনেক দম্পতি কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান ছাড়াই বিয়ে সেরে ফেলেন। স্থানীয় প্রশাসনের দপ্তরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই আইনিভাবে স্বামী-স্ত্রী হিসেবে স্বীকৃতি পাওয়া যায়। নেই আলাদা পোশাক, নেই অতিথি আপ্যায়ন, নেই হল ভাড়া। জাপানে একে বলা হয় ‘পেপার ম্যারেজ’। আধুনিক জীবনের ব্যস্ততা ও উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে অনেক তরুণ এই পদ্ধতিই বেছে নিচ্ছেন। এতে বিয়ের খরচ নেমে আসে প্রায় শূন্যে। অনেক ক্ষেত্রে কেবল নথিভুক্তির সামান্য ফি দিতে হয়।
ভারত: আর্য সমাজের সহজ বিয়ে
ভারতে খরচবিহীন বিয়ের একটি জনপ্রিয় উদাহরণ হলো আর্য সমাজের বিয়ে। এখানে কোনো জাঁকজমক নেই, নেই দামি পোশাক বা বিশাল আয়োজন। নির্দিষ্ট মন্ত্র পাঠ, অগ্নিকে সাক্ষী রেখে বর-কনের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়। এই ধরনের বিয়েতে সাধারণত খরচ পড়ে না বললেই চলে। কোনো কোনো ক্ষেত্রে সামান্য অনুদান বা রেজিস্ট্রেশনের ফি দিতে হয়। বহু মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষই এই পদ্ধতিকে বেছে নেন, যাতে সামাজিক চাপ ছাড়াই সংসার শুরু করা যায়।
ফিলিপাইন ও ইন্দোনেশিয়া: কমিউনিটি-নির্ভর বিয়ে
ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কিছু প্রত্যন্ত অঞ্চলে বিয়ে এখনো পুরোপুরি কমিউনিটি-কেন্দ্রিক। এখানে বিয়েতে কোনো পেশাদার আয়োজনকারী নেই। প্রতিবেশীরাই রান্না করেন, ঘর সাজান, অনুষ্ঠান পরিচালনা করেন। বর-কনের জন্য আলাদা করে খরচ করার প্রয়োজন পড়ে না। অতিথিরাও উপহার নয়, সহযোগিতা নিয়ে আসেন। এই ব্যবস্থায় বিয়ে হয়ে ওঠে সামাজিক বন্ধনের উৎসব, আর খরচ নেমে আসে প্রায় শূন্যে।
আফ্রিকার কিছু আদিবাসী সমাজ: বিনিময়ের বিয়ে
আফ্রিকার বিভিন্ন আদিবাসী সমাজে বিয়ে এখনো আধুনিক অর্থনীতির বাইরে। এখানে বিয়েতে অর্থের বদলে প্রতীকী বিনিময় হয় কখনো গবাদিপশু, কখনো শস্য বা হাতে তৈরি কোনো জিনিস। অনেক ক্ষেত্রেই সেটিও আনুষ্ঠানিক নয়, বরং পারিবারিক সম্মতির মাধ্যমে সম্পর্ক স্থায়ী হয়। এই বিয়েগুলোতে নেই কোনো নগদ লেনদেন, নেই আনুষ্ঠানিক আয়োজন। তাই এগুলোকে বিশ্বের সবচেয়ে খরচবিহীন বিয়ের তালিকায় রাখা হয়।
ইউরোপে মিনিমাল ম্যারেজ ট্রেন্ড
ইউরোপের অনেক দেশে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হচ্ছে ‘মিনিমাল ম্যারেজ’। এখানে দম্পতিরা ইচ্ছাকৃতভাবে সব ধরনের আয়োজন এড়িয়ে যান। ছোট পরিসরে, কখনো শুধু দুজন সাক্ষী নিয়ে সিটি হলে গিয়ে বিয়ে সম্পন্ন করা হয়। কোনো রিসেপশন নয়, কোনো দামি পোশাক নয়। অনেক দম্পতি বিয়ের খরচ বাঁচিয়ে সেই অর্থ ভ্রমণ, বাসস্থান বা ভবিষ্যৎ বিনিয়োগে ব্যবহার করেন। ফলে বিয়েটি হয়ে ওঠে আর্থিক চাপমুক্ত।

বিশ্বের সবচেয়ে খরচবিহীন বিয়েগুলোর মূল দর্শন একটাই বিয়ে মানে প্রদর্শনী নয়, এটি একটি পারস্পরিক প্রতিশ্রুতি। এই বিয়েগুলোতে সমাজের চাপ, লোক দেখানো আয়োজন বা আর্থিক প্রতিযোগিতা নেই। বিশেষজ্ঞদের মতে, খরচবিহীন বিয়েতে দম্পতিরা সম্পর্কের মূল বিষয়ের দিকে বেশি মনোযোগ দিতে পারেন। সংসার শুরুর আগেই ঋণ বা আর্থিক দুশ্চিন্তা তাদের পিছু নেয় না।
বিশ্বজুড়ে যখন বিয়ের খরচ আকাশছোঁয়া, তখন খরচবিহীন বিয়ের ধারণা নতুন করে ভাবতে শেখাচ্ছে। অনেক তরুণ-তরুণী এখন প্রশ্ন তুলছেন একদিনের অনুষ্ঠানের জন্য এত খরচ কি সত্যিই প্রয়োজন? এই প্রশ্ন থেকেই ধীরে ধীরে বদলাচ্ছে বিয়ের সংজ্ঞা। খরচ কমিয়ে, আয়োজন সরল করে সম্পর্কের গভীরতাকে গুরুত্ব দেওয়ার প্রবণতা বাড়ছে।
আরও পড়ুন
বিয়ে এত সহজ নয়, কাঠ কেটে বর-কনেকে দিতে হয় পরীক্ষা
মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে: সংস্কৃতি থেকে আধুনিক আইন
সূত্র: বিবিসি ট্রাভেল, ন্যাশনাল জিওগ্রাফি, দ্য নিউইয়ার্ক টাইম
কেএসকে
টাইমলাইন
- ০৩:৪৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ কম খরচে বিয়ে: যেখানে ভালোবাসাই একমাত্র আয়োজন
- ০২:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ যেখানে কনে বিয়েতে লাল নয়, কালো পোশাক পরে
- ০৪:০৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ ২৫ বছরেও অবিবাহিত, দারুচিনি গুঁড়া ছিটাবে আপনার বন্ধুরা
- ০২:২৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ বিয়েতে শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দেন বর
- ১২:১৮ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ বিয়েতে পুরুষত্বের প্রমাণ দিতে সহ্য করতে হয় চাবুকের আঘাত
- ০২:০১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বকের যত্নে অলিভ অয়েল
- ১২:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ হাসি নিষিদ্ধ যে বিয়েতে
- ০৪:০৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বিয়ে এত সহজ নয়, কাঠ কেটে বর-কনেকে দিতে হয় পরীক্ষা
- ০২:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বেনারস থেকে বেনারসি, বিয়েতে কেন এই শাড়ি জনপ্রিয়
- ০৪:২৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ বাঙালি বিয়ের মজার এক সংস্কৃতি বরের জুতা চুরি
- ০৩:০৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ বিয়ের এক মাস আগে থেকেই কনেকে কাঁদতে হয় যেখানে
- ০১:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ বর-বউ নেই, আছে আয়োজন, জেন-জির ‘নকল বিয়ে’ ট্রেন্ড
- ১২:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ বিয়েতে কনের পায়ের সাজে আভিজাত্য
- ১২:২০ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে: সংস্কৃতি থেকে আধুনিক আইন
- ০৪:৩৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ যার সংগ্রহে যত তিমির দাঁত, বিয়ের পাত্র হিসেবে সে তত এগিয়ে
- ০১:৪১ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বক উজ্জ্বল করবে গাজরের ফেসপ্যাক
- ০৪:১৩ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বক উজ্জ্বল রাখতে বাড়িতে বানান আফটার শেভ লোশন
- ০২:৪০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ বিয়ের কনে কেনা যায় যে হাটে
- ০৩:৩২ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ফটোশুটে আটকে গেছে বিয়ের আয়োজন, ফিকে হয়েছে আনন্দ
- ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বিয়ের উৎসবে শিশুর যত্ন নিন সহজভাবে
- ০১:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ শীতে বিয়ের মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখার কৌশল
- ০১:৪৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বিয়ের পর ৩ দিন টয়লেটে যেতে পারেন না নব দম্পতি
- ০৩:৫৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ বিয়ের আগের দিন যা করলে স্মরণীয় মুহূর্ত তৈরি হবে
- ০২:৪৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ রহস্যে ঘেরা ‘লা পাস্কুয়ালিতা’: জীবন্ত বিয়ের কনে নাকি মোমের পুতুল
- ১২:৫৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ বিয়ের মেকআপে ডাবল চিন নয়, ফোকাস থাকুক সৌন্দর্যে
- ১১:১৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৬ বাঙালি বিয়েতে গায়েহলুদ, এই রীতির ইতিহাস কী জানেন?
- ০২:১৪ পিএম, ০২ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে পুরুষরা ত্বকের যত্ন নেবেন যেভাবে
- ০৫:৫২ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের বাড়তি খাবার ফ্রিজে রাখছেন, যেসব ভুলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি
- ০৪:০১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়েতে অতিথিরা বর-কনেকে চুমু খান যে দেশে
- ০১:২১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে সঠিক জীবনসঙ্গী কীভাবে খুঁজে নেবেন
- ১২:৩৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ অফিস শেষে বিয়ের দাওয়াত, সাজুন স্টাইলিশভাবে
- ১২:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে কনের চুলের যত্নে থাকুক নিখুঁত ছোঁয়া
- ০২:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের দিনের মেকআপ প্রাকৃতিক উপায়ে তুলবেন কীভাবে
- ০২:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে কী কী গ্যাজেট উপহার দিতে পারেন
- ০১:৪১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ জামদানির বুননে বিয়ের স্বপ্ন
- ১২:৫৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে মেহেদি পরা আজকের নয়, ৫০০০ বছরের ঐতিহ্য
- ১২:৩৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে ওজন কমাতে যা করবেন
- ১২:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ শাড়ির ভাঁজে ভাঁজে অনুভূতি, বিয়েতে বেনারসির বাইরে যা পরবেন
- ০২:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ বিয়েতে লাল শাড়ি কেনার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
- ০২:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন কি হারাতে বসেছে
- ০২:২৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ মোগল আমলের রাজকীয় রীতি থেকে আজকের বিয়ে