ভিডিও ENG
  1. Home/
  2. ফিচার

বেনারস থেকে বেনারসি, বিয়েতে কেন এই শাড়ি জনপ্রিয়

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬

বিয়ে মানেই বাঙালি জীবনে এক বিশেষ আবেগ। আর সেই বিয়ের কনে মানেই লাল টুকটুকে বেনারসি, সঙ্গে ঝলমলে সোনার গয়না এ যেন বহু প্রজন্ম ধরে চলে আসা এক অলিখিত রীতি। চওড়া পাড়ে সোনালি বা রূপালি জরির কাজ, সূক্ষ্ম নকশা আর ভারী সিল্কের ঔজ্জ্বল্য সব মিলিয়ে বাঙালি বিয়ের কনের প্রথম পছন্দ বরাবরই বেনারসি শাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে লালের পাশাপাশি নানা রঙের বেনারসি কনের সাজে জায়গা করে নিলেও এর আবেদন কখনো কমেনি।

জানেন কি এই ঐতিহ্যবাহী বেনারসির জন্ম কোথায়? কীভাবে তা বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলো? ইতিহাস বলছে, মোগল সাম্রাজ্যের সময় ভারতে বেনারসি শাড়ির প্রচলন শুরু হয়। ভারতের প্রাচীন নগরী বেনারস বা বারাণসীর নাম অনুসারেই এই শাড়ির নামকরণ। বিশেষ ধরনের হাতে চালিত তাঁতে বোনা এই শাড়ির পেছনে ছিলেন মূলত মুসলিম তাঁতিরা, যারা তখন বেনারস শহরের তাঁত শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

বেনারস থেকে বেনারসি, বিয়েতে কেন এই শাড়ি জনপ্রিয়

একটি বেনারসি শাড়ি তৈরি করতে সময় লাগে ১৫ দিন থেকে এক মাস, আবার কোনো কোনো শাড়ির জন্য ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। বেনারসে মূলত দুই ধরনের বয়ন কৌশল প্রচলিত কাধুয়া ও ফেকুয়ান। কাধুয়া পদ্ধতিতে বোনা শাড়ি সবচেয়ে জটিল ও বিশুদ্ধ বলে বিবেচিত। এই বয়ন কৌশল শুধু বারাণসী অঞ্চলে দেখা যায় এবং সম্পূর্ণ হাতে চালিত তাঁতেই তৈরি হয়। একটি কাধুয়া বেনারসি শাড়ি বুনতে তিনজন তাঁতির ৩-৪ মাস সময় লাগে। অন্যদিকে, ফেকুয়ান পদ্ধতিতে তুলনামূলক কম সময়ে একজন তাঁতিই একটি শাড়ি বুনতে পারেন।

বেনারসি শাড়ি তৈরিতে মূলত চার ধরনের কাপড় ব্যবহৃত হয় খাঁটি সিল্ক বা কাতান সিল্ক, অরগ্যানজা, জর্জেট ও শাত্তির। এর মধ্যে খাঁটি সিল্কের বেনারসিই সবচেয়ে জনপ্রিয়। নকশার দিক থেকেও বেনারসি অত্যন্ত সমৃদ্ধ। জংলা, তানচোই, ভাস্কট, কাটওয়ার্ক, টিস্যু ও বুটিদার এই নকশাগুলোই বেনারসির পরিচয় বহন করে। কাতান সিল্কের ওপর বুটি বা ফুল-পাতার মোটিফে তৈরি বেনারসি বিশেষভাবে জনপ্রিয়। কোথাও জরি ছাড়া ভারী সিল্কে নরম নকশা, আবার কোথাও রেশম, জরি ও মিনাকারির জটিল কারুকাজ সব মিলিয়ে প্রতিটি শাড়িই একেকটি শিল্পকর্ম।

বেনারস থেকে বেনারসি, বিয়েতে কেন এই শাড়ি জনপ্রিয়

বেনারসি শাড়ির রয়েছে বহু ধরন তানচোই, কারুয়া, জামদানি, বুটিদার ও জারদৌসি উল্লেখযোগ্য। তানচোই বেনারসিতে সূক্ষ্ম সুতোর হালকা কাজ থাকে। বলা হয়, এই বয়ন কৌশলের উৎস চীন। চীনের তিন ভাই সুরাতে এসে এই জটিল বয়ন পদ্ধতি শেখান, যা পরে বেনারসে ছড়িয়ে পড়ে। তিন ভাইয়ের নামের শেষে ‘চই’ শব্দ থাকায় ‘তান’ ও ‘চই’ মিলিয়ে এই শাড়ির নাম হয় তানচোই।

কারুয়া বেনারসির নাম এসেছে ‘কড়া হুয়া’ শব্দ থেকে, যার অর্থ এমব্রয়ডারি করা। উজ্জ্বল রং ও ঘন নকশাই এই শাড়ির বৈশিষ্ট্য। সনাতনী তাঁতে বোনা একটি কারুয়া বেনারসি তৈরি করতে সময় লাগে প্রায় দুই মাস। জামদানি বেনারসি মূলত বিশেষ ধরনের মসলিন বুননের ওপর ভিত্তি করে তৈরি। এতে সিল্ক কাপড়ের সঙ্গে সুতির ব্রোকেডের ব্যবহার দেখা যায়।

বুটিদার বেনারসি অনেক সময় গঙ্গা-যমুনা বেনারসি নামেও পরিচিত। ঘন নীল রঙের জমিনে সোনা ও রুপোর জরির কাজ, সঙ্গে নানা ধরনের বুটি—রেশম, আশরফি, লতিফা বা ঝুমর বুটি এই শাড়িকে আলাদা মাত্রা দেয়।

বেনারস থেকে বেনারসি, বিয়েতে কেন এই শাড়ি জনপ্রিয়

বিশেষ কারুকার্যপূর্ণ বেনারসিকে বলা হয় জারদৌসি বেনারসি। এতে বুলিয়ন সুতো, ফ্রেঞ্চ ওয়্যার বা মেটালিক স্প্রিং থ্রেড দিয়ে ঘন এমব্রয়ডারি করা হয়। ধাতব সুতোর ব্যবহারের কারণে এই শাড়িতে সোনালি ও রূপালি শেডের ঝলক দেখা যায়।

বেনারসি হ্যান্ডলুম শিল্প ভারতের বৃহত্তম কুটির শিল্পগুলোর একটি। উত্তরপ্রদেশের বারাণসী ছাড়াও মির্জাপুর, চান্দৌলি, ভাদোহি, জৌনপুর ও আজমগড় এই জেলাগুলো বেনারসি উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৪৭ সালের দেশভাগের সময় ভারতের বেনারস থেকে প্রায় ৩০০ মুসলিম তাঁতি পরিবার তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসে। তারা ঢাকার মিরপুর ও পুরান ঢাকায় বসতি স্থাপন করে এবং নিজেদের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে এ দেশেও চালু রাখে। নান্দনিক নকশা, উন্নত রুচি ও নিপুণ বুননের কারণে বাংলাদেশের বেনারসি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। স্বাধীনতার পর স্থানীয়দের অংশগ্রহণে এই শিল্প আরও বিস্তৃত হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁতির সংখ্যা বাড়ায় পুরান ঢাকা থেকে কারখানাগুলো মিরপুরে স্থানান্তর করা হয়।

বেনারস থেকে বেনারসি, বিয়েতে কেন এই শাড়ি জনপ্রিয়

আরও পড়ুন
যার সংগ্রহে যত তিমির দাঁত, বিয়ের পাত্র হিসেবে সে তত এগিয়ে
বিয়ের এক মাস আগে থেকেই কনেকে কাঁদতে হয় যেখানে

সূত্র: দ্য বেঙ্গল টুডে

কেএসকে/এমএস

টাইমলাইন

  1. ০২:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বেনারস থেকে বেনারসি, বিয়েতে কেন এই শাড়ি জনপ্রিয়
  2. ০৪:২৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ বাঙালি বিয়ের মজার এক সংস্কৃতি বরের জুতা চুরি
  3. ০৩:০৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ বিয়ের এক মাস আগে থেকেই কনেকে কাঁদতে হয় যেখানে
  4. ০১:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ বর-বউ নেই, আছে আয়োজন, জেন-জির ‘নকল বিয়ে’ ট্রেন্ড
  5. ১২:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ বিয়েতে কনের পায়ের সাজে আভিজাত্য
  6. ১২:২০ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে: সংস্কৃতি থেকে আধুনিক আইন
  7. ০৪:৩৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ যার সংগ্রহে যত তিমির দাঁত, বিয়ের পাত্র হিসেবে সে তত এগিয়ে
  8. ০১:৪১ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বক উজ্জ্বল করবে গাজরের ফেসপ্যাক
  9. ০৪:১৩ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বক উজ্জ্বল রাখতে বাড়িতে বানান আফটার শেভ লোশন
  10. ০২:৪০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ বিয়ের কনে কেনা যায় যে হাটে
  11. ০৩:৩২ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ফটোশুটে আটকে গেছে বিয়ের আয়োজন, ফিকে হয়েছে আনন্দ
  12. ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বিয়ের উৎসবে শিশুর যত্ন নিন সহজভাবে
  13. ০১:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ শীতে বিয়ের মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখার কৌশল
  14. ০১:৪৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বিয়ের পর ৩ দিন টয়লেটে যেতে পারেন না নব দম্পতি
  15. ০৩:৫৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ বিয়ের আগের দিন যা করলে স্মরণীয় মুহূর্ত তৈরি হবে
  16. ০২:৪৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ রহস্যে ঘেরা ‘লা পাস্কুয়ালিতা’: জীবন্ত বিয়ের কনে নাকি মোমের পুতুল
  17. ১২:৫৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ বিয়ের মেকআপে ডাবল চিন নয়, ফোকাস থাকুক সৌন্দর্যে
  18. ১১:১৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৬ বাঙালি বিয়েতে গায়েহলুদ, এই রীতির ইতিহাস কী জানেন?
  19. ০২:১৪ পিএম, ০২ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে পুরুষরা ত্বকের যত্ন নেবেন যেভাবে
  20. ০৫:৫২ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের বাড়তি খাবার ফ্রিজে রাখছেন, যেসব ভুলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি
  21. ০৪:০১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়েতে অতিথিরা বর-কনেকে চুমু খান যে দেশে
  22. ০১:২১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে সঠিক জীবনসঙ্গী কীভাবে খুঁজে নেবেন
  23. ১২:৩৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ অফিস শেষে বিয়ের দাওয়াত, সাজুন স্টাইলিশভাবে
  24. ১২:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে কনের চুলের যত্নে থাকুক নিখুঁত ছোঁয়া
  25. ০২:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের দিনের মেকআপ প্রাকৃতিক উপায়ে তুলবেন কীভাবে
  26. ০২:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে কী কী গ্যাজেট উপহার দিতে পারেন
  27. ০১:৪১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ জামদানির বুননে বিয়ের স্বপ্ন
  28. ১২:৫৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে মেহেদি পরা আজকের নয়, ৫০০০ বছরের ঐতিহ্য
  29. ১২:৩৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে ওজন কমাতে যা করবেন
  30. ১২:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ শাড়ির ভাঁজে ভাঁজে অনুভূতি, বিয়েতে বেনারসির বাইরে যা পরবেন
  31. ০২:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ বিয়েতে লাল শাড়ি কেনার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
  32. ০২:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন কি হারাতে বসেছে
  33. ০২:২৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ মোগল আমলের রাজকীয় রীতি থেকে আজকের বিয়ে

আরও পড়ুন