অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাজ্যকে সতর্ক করলো ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি/ছবি: এএফপি
যুক্তরাজ্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ফোনালাপে আরাঘচিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।
এর জবাবে আরাঘচি যুক্তরাজ্যকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়িয়ে চলার জন্য সতর্ক করেছেন।
ফোনালাপের সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান যুক্তরাজ্যকে।
তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাজ্য ইরানি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ইরান কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করার বিষয়টি বিবেচনা করতে বাধ্য হবে।
এদিকে ইরানে চলমান বিক্ষোভের মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে মোসাদের এক এজেন্টকে গ্রেফতার করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগ। গ্রেফতার হওয়া ওই এজেন্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে চলমান আন্দোলন আরও তীব্র করতে গোপনে তথ্য সংগ্রহ করছিলেন।
আইআরজিসি গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বিদেশি নাগরিক গোপন পরিচয়ে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতে ইরানে এসেছিলেন।
বিবৃতিতে বলা হয়, তার নিজস্ব নেটওয়ার্কের সন্ত্রাসী কর্মকাণ্ডের অবস্থা মূল্যায়ন এবং তথ্য সংগ্রহের সময় আইআরজিসির গোয়েন্দা বাহিনী ওই গুপ্তচরকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তির মালপত্র ও গোপন আস্তানা তল্লাশি করে গুপ্তচরবৃত্তির শক্ত প্রমাণ পাওয়া গেছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ইরানের সহিংস দাঙ্গায় দেশটির বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং আরও অনেককে আহত হবার পেছনে বিদেশি শক্তি বিশেষত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সরাসরি ভূমিকা রয়েছে।
সূত্র: বিবিসি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
- ২ এবার যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া
- ৩ ইরানে এখনো বিমান হামলার কথা বিবেচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ৪ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাজ্যকে সতর্ক করলো ইরান
- ৫ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ জানুয়ারি ২০২৬