ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা স্বাধীন সাংবাদিকতার হুমকি: ডিএসইসি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০১ এপ্রিল ২০২৩

দৈনিক প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে গ্রেফতার এবং পত্রিকাটির সম্পাদক ও ওই প্রতিনিধির বিরদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।

সংগঠনের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় শনিবার (১ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, ‘আইনমন্ত্রীসহ সরকারের বিভিন্ন স্তর থেকে বার বার আশ্বাস দেওয়া হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে গ্রেফতার না করে অভিযোগ যাচাই করার জন্য নির্ধারিত সেলে পাঠানো হবে। অথচ এ ক্ষেত্রে তার বরখেলাপ হয়েছে।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বিবৃতিতে তারা বলেন, এ আইনে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলমের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তাই অবিলম্বে ডিজিটাল আইন ব্যবহার বন্ধসহ সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতার হরণ করে এমন ধারাসমূহ বাতিল করতে হবে।’

এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।