ঝিনাইদহে আইসিটি বিষয়ে সাংবাদিকদের কর্মশালা


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৫ জুন ২০১৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে আইসিটি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালকুদার। এছাড়া প্রশিক্ষক এবং ঝিনাইদহের প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে ৩০ জন সাংবাদিককে সনদপত্র প্রদান করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।