সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫

সাংবাদিক, লেখক ও গবেষক আলমগীর কবীরের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়েছে জুলাই গবেষণা কেন্দ্র (জেআরসি)। রোববার (২১ সেপ্টেম্বর) জুলাই গবেষণা কেন্দ্রের মুখপাত্র অপু মেহেদী এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।

বিবৃতিতে জানানো হয়, সাংবাদিক আলমগীর কবীর জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস গবেষক। গবেষণা ও সাংবাদিকতায় তিনি প্রশংসিত। সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি নামে (বিআরপি)-একটি দল প্রতিহিংসাপরায়ণ হয়ে সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগে যে বানোয়াট মামলা করা হয়েছে তা গণঅভ্যুত্থানের শক্তিকে কণ্ঠরোধ করার শামিল।

বিবৃতিতে বলা হয়, একজন সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মামলা বিস্ময়কর ও নিন্দাজনক। একই অভিযোগ দেখিয়ে ঢাকা, চট্টগ্রাম, সাতক্ষীরা, কুমিল্লা, খুলনা, পাবনা, ঝিনাইদহের আদালতে ওই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক ১০ এর অধিক জিডি ও মামলা করেছে দলটি। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি দেখানোর শামিল।

সেখানে আরও বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ এর গণঅভ্যুত্থানবিরোধী শক্তিরা রাজনৈতিক ফায়দা অর্জনের জন্য বাংলাদেশ সংস্কারবাদী পার্টি গঠন করেছে। এই দলের নেতৃত্বে রয়েছেন ডিবি হারুনের সোর্স খ্যাত এক পলাতক আসামি। যে দলের মহাসচিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ধানমন্ডি, মোহাম্মদপুর থানায় গণহত্যার একাধিক মামলা রয়েছে। বিদেশে পলাতক এই আসামি হত্যা মামলাসহ যাবতীয় অপরাধের নজর এড়াতে তার অনুগত মামলাবাজ চক্রকে কাজে লাগিয়ে সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে যাচ্ছে।

জুলাই গবেষণা কেন্দ্র (জেআরসি) অবিলম্বে এ সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি মামলাবাজ চক্রের সব সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।

এসএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।