চাকরি গেল একুশে টিভির চার কর্মকর্তার
চাকরি গেল একুশে টিভি’র চার ঊর্ধ্বতন কর্মকর্তার। এরা হলেন, একুশে টেলিভিশিনের পরিচালক ড: জাহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ড: কনক সরোয়ার, চীফ রিপোর্টার মাহাথির ফারুখী খান এবং সহকারী ব্যবস্থাপক (ম্যানেজম্যান্ট) জামাইল বশির (জেবি)।
একই সঙ্গে বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে চীফ রিপোর্টার-এর দায়িত্ব দেয়া হয়েছে। এখন থেকে চাকরিচ্যুত কর্তকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের লেনদেন ও অন্য কোনো বিষয়ের দায় দায়িত্ব একুশে টেলিভিশন কৃর্তপক্ষ বহন করবে না।
সূত্র-একুশে টিভি