শরীয়তপুরে ৩ দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৫ অক্টোবর ২০১৬

শরীয়তপুরে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদ কর্মীদের নিয়ে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে শরীয়তপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান, সমন্বয়কারী প্রশিক্ষক একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান।

Training

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই এই মাধ্যমের কর্মীরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে সরকারের ভুল-ত্রুটি সংশোধন করে নেয়ার সুযোগ তৈরি হয়।

ছগির হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।