জনগণ চাইলে তাদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে


প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

প্রজাতন্ত্রের সব কাজ জনগণের উদ্দেশ্যে, জনগণকে নিয়ে। সুতরাং, প্রথাগত ধ্যান-ধারণা থেকে বের হয়ে এসে জনগণের অংশদারিত্বে কাজ করতে হবে এবং জনগণ তথ্য চাইলে তাদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার রাজউকের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করা হয়েছে। এই অধিকারকে আরও শক্তিশালী করতে তথ্য অধিকার আইন করা হয়েছে।

কমিশনার বলেন, জনগণ সেবা দাতাদের কাছ থেকে তথ্য নিয়ে সেই তথ্য কাজে লাগিয়ে জীবনের মানোন্নয়ন করে। তাই জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে হবে এবং সেবা দাতাদেরও স্ব-প্রণোদিত হয়ে তথ্য সরবরাহ করতে হবে।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. আকতার উজ জামান। এছাড়া সভায় সদস্য (উন্নয়ন) মো. আবদুর রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. আসমাউল হোসেন, সদস্য (পরিকল্পনা) জিয়াউল হাসান, তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম চৌধুরীসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।