দৈনিক সংবাদের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৭ মে ২০১৭

বাংলাদেশের অন্যতম পুরনো পত্রিকা দৈনিক সংবাদের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার।

বিকেল ৪টায় দৈনিক সংবাদ কার্যালয়ে (৩৬ পুরানা পল্টন) কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এতে সংবাদ পরিবারে সব সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।

১৯৫১ সালের ১৭ মে খায়রুল কবিরের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়।১৯৫২ সালে এটি কিনে নেয় মুসলিম লীগ। পরে ১৯৫৪ সালে সংবাদ কিনে নেন আহমদুল কবির। ২০০৩ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সংবাদের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৫৪ সাল থেকে গণতন্ত্র,বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনায় মানুষের অদ্বিতীয় কণ্ঠস্বর হিসেবে সংবাদ মানবতার স্বরূপ সন্ধানে নিয়ত সক্রিয়। প্রগতি ধারার পত্রিকা হিসেবে দেশের মুক্তবুদ্ধির চর্চাকে শাণিত করেছে সংবাদ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির গুরুত্বপূর্ণ সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে একাত্ম সংবাদ নিজস্ব বৈশিষ্ট্য ধারণ করে এগিয়ে চলেছে।

দীর্ঘ চলার পথে দৈনিক সংবাদ যেসব কৃতী সাংবাদিকের সৃজনশীলতায় আলোকিত হয়েছে এবং  সংবাদের মাধ্যমে যারা জাতির মনন গঠনে অতুলনীয় ভূমিকা রেখেছেন তাদের মধ্যে রয়েছেন, নাসির উদ্দিন আহমেদ, খায়রুল কবির, আহমদুল কবির, রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, সৈয়দ নুরুদ্দিন, জহুর হোসেন চৌধুরী, আবু জাফর শামসুদ্দিন, শহীদুল্লাহ কায়সার, তোহা খান, সন্তোষ গুপ্ত, বজলুর রহমান প্রমুখ।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ২৬১নং বংশালে অবস্থিত দৈনিক সংবাদ কার্যালয় পুড়িয়ে দেয়। এতে মহান মুক্তিযুদ্ধকালে সংবাদ প্রকাশিত হয়নি। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নতুন করে প্রকাশিত হয় সংবাদ।

বাংলাদেশ সাংবাদিক সৃষ্টির ক্ষেত্রে সংবাদের অবদান ঐতিহাসিক। এখন দৈনিক সংবাদ শুধুই একটি পত্রিকা নয়, একটি প্রতিষ্ঠান।

এমইউ/এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।