প্রেসক্লাবের নতুন কমিটির বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০২:৪৩ এএম, ১১ জুন ২০১৫

জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদের কমিটি অবৈধ মর্মে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের ২০১৪-’১৫ মেয়াদের নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল হোসেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলাটি করেন।
 
মামলার বিবাদীরা হলেন ২০১৫-’১৬ মেয়াদে নতুন কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্য, মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল শাখা, সহকারী মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক, প্রেসক্লাব শাখা, ম্যানেজার, প্রাইম ব্যাংক, মতিঝিল শাখা, জেলা প্রশাসক, ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, ঢাকা।  মামলা দায়েরের পর সংশ্লিষ্ট বিচারক মো. শাহাদাত হোসেন বিবাদিগণকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

এএইচ/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।