দুর্নীতি রোধে গণমাধ্যম পুরস্কার পেলেন মুজিব মাসুদ


প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১২ জুন ২০১৫

দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ-২০১৫ পেয়েছেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার মুজিব মাসুদসহ চার সাংবাদিক। মুজিব মাসুদ জাতীয় দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেন।

শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ীরা হলেন, টেলিভিশন ক্যাটাগরিতে চ্যানেল ২৪-এর শামীমা সুলতানা ও টেলিভিশন ক্যামেরাপার্সন ক্যাটাগরিতে মাছরাঙা টেলিভিশনের কামরুজ্জামা ফিরোজ ও আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে যশোরের গ্রামের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলাম।

শুক্রবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজয়ীরা পুরস্কারের অংশ হিসেবে আগামী ২২-২৪ জুন ২০১৫ পর্যন্ত জার্মানীর বন-এ অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নিবেন।
বিজয়ীদের হাতে আগামী ১৪ জুন এ পুরস্কার তুলে দেয়া হবে।

উল্লেখ্য, দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমকে বেশি সক্রিয় করা এবং গণমাধ্যমকর্মীদের এ ধরনের রিপোর্ট করায় উৎসাহিত করতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে ২০১৪ সালে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ প্রবর্তন করেছে। এ প্রতিযোগিতায় সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।