সাংবাদিক তৌফিক আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৯ মে ২০১৮

মানবজমিন পত্রিকার সাংবাদিক তৌফিক উদ্দিন (৫২) আর নেই (ইন্নাল্লিাহি...রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় তিনি ইন্তেকাল করেন। ওইদিন রাতে তিনি গুরুতর অসুস্থ হলে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতারে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। তার বড় মেয়ে নুসরাত তৌরিন আহমেদ চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ছোট মেয়ে দশম শ্রেণির ছাত্রী। বুধবার বাদ জোহর স্থানীয় চাঁদ মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাংবাদিক তৌফিক উদ্দিন দীর্ঘদিন যাবৎ পক্ষঘাতগ্রস্ত রোগে ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মানবজমিন পত্রিকায় কর্মরত অবস্থায় ২০০৯ সালে তৌফিক উদ্দিনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ফলে তিনি পক্ষঘাতগ্রস্ত হন। এরপর দেশে নানা ধরনের চিকিৎসা নিয়েও তার অবস্থার উন্নতি হয়নি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য তৌফিক উদ্দিনের মৃত্যুতে সংগঠনটি শোক প্রকাশ করেছে। শোক বার্তায় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও সৈয়দ শুকুর আলী শুভ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।