করোনায় সাংবাদিকের মৃত্যু : দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৬ এপ্রিল ২০২১

করোনায় সারাবিশ্বের মানুষ যখন ঘরবন্দী তখন ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহে ডাক্তার, নার্সদের মতন ফ্রন্টলাইনে কাজ করছেন সাংবাদিকরা। গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণের পর গত ১৪ এপ্রিল পর্যন্ত ৩৪ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৪ জন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ১২৩ জন।

সাংবাদিকদের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’র হালনাগাদ তথ্য থেকে এই পরিসংখ্যান জানা গেছে। গত বছর করোনা শুরু হলে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা নিয়মিত হালনাগাদ করতে শুরু করে গ্রুপটি।

এদিকে জেনেভা ভিত্তিক গণমাধ্যম কর্মীদের সংস্থা দ্য প্রেস ইমব্লেম ক্যাম্পেইন (পিইসি) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানায়, করোনায় আক্রান্ত হয়ে এক বছরে বিশ্বে ৮৪০ জন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ভারতের ৫৬ জন, পাকিস্তানের ২৩, আফগানিস্তানের নয়, নেপালের তিনজন রয়েছেন।

গত ১৩ এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এক বছরে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৪ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।

করোন সংক্রমণ বাড়লে গত বছররে ২৮ এপ্রিল প্রথম মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। মৃতদের মধ্যে আছেন এনটিভির মোস্তফা কামাল সৈয়দ, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, খন্দকার মোজাম্মেল হোসেন (গেদু চাচা)। আর সর্বশেষ ১০ এপ্রিল মারা যান জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ার।

এসএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।