দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত সাংবাদিক সিরাজুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৩ জুলাই ২০২১

দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের ডেপুটি চিফ রিপোর্টার সিরাজুজ্জামান।

মঙ্গলবার (১৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নমুনা পরীক্ষার পর তাৎক্ষণিকভাবে জানানো হয় তিনি করোনো পজিটিভ।

এর আগে গত বৃহস্পতিবার থেকে তার শরীরে জ্বর দেখা দেয়। এখন তার শরীরে জ্বর না থাকলেও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেছেন।

সিরাজুজ্জামান জানান, শরীরে দুটি উপসর্গ ছাড়া তেমন কোনো উপসর্গ নেই। তিনি কোনো ঘ্রাণ পাচ্ছেন না। হালকা কাশি আছে। এখন বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন ও বিশ্রামে আছেন।

জানা যায়, গত ১২ জুন জাতীয় সংসদের মেডিকেল সেন্টার থেকে দ্বিতীয় ডোজের টিকা নেন সাংবাদিক সিরাজুজ্জামান।

দীর্ঘদিন ধরে সংসদ সচিবলায়, নির্বাচন কমিশন ও আইসিটিসহ বিভিন্ন বিটে কর্মরত সিরাজুজ্জামান। তিনি বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার ফোরামের কোষাধ্যক্ষ।

এছাড়া বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনী কমিটির সদস্য এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির যুগ্ম সাধারণ সম্পাদক।

এফএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।