না.গঞ্জে মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। তার বিরুদ্ধে দায়ের করা ১০ কোটি টাকার মানহানির মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া।
 
মামলার শুনানি শেষে আদালত মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা।

শুনানিতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল।

বাদী মামলায় উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মাহফুজ আনাম তার ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছিলেন যাতে প্রধানমন্ত্রীর মানহানি হয় এবং তাকে এই সংবাদের কারণে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়। সম্প্রতি তিনি স্বীকারও করেছেন যে তার প্রকাশিত সংবাদ মিথ্যা ছিল।
 
শাহাদাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।