সাংবাদিক শাকিল হাসান হত্যাচেষ্টা
মামলার রায় বার বার পেছানোর ঘটনায় বিজেসির উদ্বেগ

বেসরকারি যমুনা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক ও সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের (বিজেসি) সদস্য শাকিল হাসান হত্যাচেষ্টা মামলার রায় এ নিয়ে ৫ বার পেছানো হলো। এ ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছে বিজেসি।
বিজেসি মনে করে বিচরিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা বিচারহীনতারই নামান্তর। বিশেষত একজন সাংবাদিককে খবর সংগ্রহের সময় পুড়িয়ে হত্যাচেষ্টার মতো নৃশংস ঘটনায় তদন্ত শেষে সমস্থ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার পর বার বার রায়ের তারিখ পেছানো আইনের স্বাভাবিক গতিকে সমর্থন করে না।
এ মামলায় একাধিকবার আলামত হিসেবে হত্যাচেষ্টার ভিডিও ফুটেজ আদলতে জমা দেওয়ার পরও রহস্যজনকভাবে তা আদালতের হেফাজত থেকে হারিয়ে যাওয়ার ঘটনা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। যা পূর্ববর্তী সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনাগুলোর বিচারহীনতাই আরও একবার স্মরণ করিয়ে দেয়।
এ মামলার রায় ঘোষণা ও ভিডিও ফুটেজে দৃশ্যমান প্রকৃত দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছে বিজেসি ।
জানা গেছে, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন যমুনার সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাম্যান শাহীন আলম। হামলা থেকে বাঁচতে তারা একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন বাধা দেওয়ায় প্রাণে বেঁচে যান শাকিল।
এনএইচ/এমআইএইচএস