ক্র্যাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

নির্বাচিত নতুন কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন সভাপতি মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সহ-সভাপতি মিজানুর রহমান (মাসুম মিজান), যুগ্ম সম্পাদক রুদ্র মিজান, অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক বকুল (বকুল আহমেদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ, কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর।

আন্তর্জাতিক সম্পাদক পদে তানভীর হাসান, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু।

এছাড়া কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন, জসীম উদ্দীন ও এনামুল কবীর রুপম দায়িত্ব বুঝে নেন।

আরও পড়ুন: ক্র্যাব পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত ‘স্পন্দন’

এ সময় ক্র্যাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি এসএম আবুল হোসেন, সাবেক সভাপতি আবুল খায়ের, ইসারফ হোসেন ইসা, মিজান মালিক, ডিআরইউ’র সহ-সভাপতি ও ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, ক্র্যাবের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান তাজ, সিনিয়র সদস্য ইকরামুল কবীর টিপু, নেসারুল হক খোকন, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সারোয়ার আলমসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা দেওয়া হয়।

পাশাপাশি ক্র্যাবের নতুন ভবন দেওয়ায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

টিটি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।