‘নির্বাচন ঘিরে ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে’

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এসব ষড়যন্ত্র মোকাবিলা করে যাচ্ছেন। এ ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সবসময় সাংবাদিকবান্ধব জানিয়ে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আাওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধুকন্যা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। নিয়মিত সাংবাদিকদের সহযোগিতাও করেন তিনি।’
সিইউজের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল ও নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল।
ইকবাল হোসেন/এএএইচ