মাগুরায় জামিন পেলেন মাহফুজ আনাম


প্রকাশিত: ০৭:২০ এএম, ০৮ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে মাগুরায় দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। মঙ্গলবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল প্রথম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত দুই হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।

এর আগে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম আমজাদ হোসেন ও অ্যাডভোকেট মাহবুব আকবর ডেইলি স্টার সম্পাদককে আদালতে হাজির করে জামিন আবেদন করেন। এ সময় মাহফুজ অানামের পক্ষে একাধিক আইনজীবী জামিনের পক্ষে বক্তব্য রাখেন।

অপরদিকে, মামলার বাদী মাগুরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ এর পক্ষে আইনজীবীরা জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন। বিজ্ঞ ম্যাজেস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম উভয় পক্ষের বক্তব্য শুনে মাহফুজ আনামের জামিন মঞ্জুর করেন। আগামী ১৯ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ১/১১ পরবর্তী সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় অসত্য প্রতিবেদন প্রকাশিত হওয়ায় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ মাগুরা আদালতে ৫০ হাজার কোটি টাকা মানহানির মামলা করেন। আদালত ৮ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছিলেন। সে মোতাবেক মাহফুজ আনাম মঙ্গলবার আদালতে হাজির হন।

আরাফাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।