ঝুঁকিতে টিভি ক্যামেরাম্যানরা


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২৩ মার্চ ২০১৬

গণমাধ্যমের অগ্রগতির এই যুগে চরম ঝুঁকির মধ্যে পেশাগত দায়িত্ব পালন করছেন টিভি ক্যামেরাম্যানরা। বুধবার সকালে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ এ কথা বলেন।

 তিনি বলেন কোন তথ্য আজকাল আড়াল করা যায় না। আগে অনেক খবরই মানুষ জানতে পারতো না। এখন টিভিতে লাইভ সংবাদ পরিবেশিত হচ্ছে। ফলে দেশে জবাবদিহিতা সুনিশ্চিত হচ্ছে।

সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে এ সময়ে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, সহ-সাধারণ সম্পাদক অমিত দাশ, নগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, দেলোয়ার হোসেন সুমন, মহিবুল আলম মিঠু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি প্রমুখ।

জীবন মুছা/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।