গণমাধ্যমে রুবেল-হ্যাপির গোপন ফোন আলাপ (অডিও)
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন ও আলোচিত চিত্রনায়িকা হ্যাপির ব্যক্তিগত ফোন আলাপ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। একাত্তর টেলিভিশনের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে রুবেল ও হ্যাপির ফোন আলাপ প্রথম প্রচার করা হয়। এরপরেই তা অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।
ফোন আলাপের মাধ্যমে স্পষ্ট হয়েছে রুবেল ও হ্যাপির প্রেমের শুরুটা হয় ফেসবুক থেকে। অবশেষে এ প্রেম গড়ায় আদালত পর্যন্ত। হ্যাপি-রুবেলের প্রেম প্রথম দিকে ভালোই চলছিলো। কিন্তু পরবর্তিতে হ্যাপির ফেসবুক আইডিতে রুবেলের মিউচুয়াল ফ্রেন্ড নিয়ে প্রশ্ন তোলেন রুবেল।
হ্যাপি ভালোবাসার মানুষটিকে কাছে রাখতে তার ফেসবুক থেকে রুবেলের মিউচুয়াল ফ্রেন্ডদের আনফ্রেন্ড করে দেয়, এমনকি তার পাসওর্য়াডও দিয়ে দেয় রুবেলকে। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি হ্যাপির ভালোবাসা।