নিউজটোয়েন্টিফোরে যোগ দিলেন সুলতানা রহমান


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৪ মে ২০১৬

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন নতুন টেলিভিশন নিউজটোয়েন্টিফোরে প্ল্যানিং এডিটর হিসেবে যোগদান করেছেন ইন্ডিপেনডেন্ট টিভির অ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমান। বুধবার তিনি তার ফেসবুকে সর্বশেষ নতুন কর্মস্থলে যোগদানের তথ্যটি যোগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সুলতানা রহমান ১৯৯৯ সালে দৈনিক আজকের কাগজে স্টাফ রিপোর্টার হিসেবে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইংরেজী দৈনিক ডেইলি ষ্টার, একই  বছরের অক্টোবর মাস থেকে ২০১০ সাল পর্যন্ত এনটিভিতে সিনিয়র রিপোর্টার, ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মাছরাঙ্গা টেলিভিশনে বিশেষ সংবাদদাতা ও ২০১৩ থেকে ২০১৬ সালের ৪ মে পর্যন্ত ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

ইতোপূর্বে নিউজটুয়েন্টিফোরে আরও কয়েকজন আলোচিত নারী সাংবাদিক বিভিন্ন গুরত্বপূর্ণ পদে যোগদান করেন। তাদের মধ্যে শাহনাজ মুন্নী, সামিয়া রহমান, নাজনীন মুন্নী ও আঙ্গুর নাহার মন্টি রয়েছেন।

এমইউ/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।