আসিফ নজরুলের প্রশ্ন

আল্লাহ কি শেখ হাসিনাকে ন্যূনতম অপরাধবোধ দেয়নি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতো আত্মবিশ্বাস নিয়ে ঔদ্ধত্যপূর্ণ সুরে কথা বলায় অবাক হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘আল্লাহ কি এই মানুষটার মাঝে ন্যূনতম অপরাধবোধ দেয়নি?’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যেভাবে আত্মবিশ্বাস নিয়ে মানুষের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ সুরে কথা বলেছেন, তার শেষ সংবাদ সম্মেলনেও তিনি একদম একই সুরে কথা বলেছেন। তিনি তার বক্তব্যে আমাদের যে যন্ত্রণার স্মৃতি সেটা নিয়ে পরিহাস করেছেন। তিনি বলেছেন আবু সাঈদের মৃত্যুর দৃশ্য এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে বানানো হয়েছে। মুগ্ধকে নাকি ছাত্ররাই গুলি করে মেরেছে। বলুন এগুলো কি সহ্য করা যায়?’

আইন উপদেষ্টা বলেন, ‘মিথ্যাচারের পাশাপাশি তিনি সবাইকে উসকে দিয়েছেন। কার বাড়িতে আগুন দিতে হবে এবং কাকে তিনি ছাড়বেন না এসব নিয়ে। আশ্চর্য, আমার কাছে অবাক লাগে, আল্লাহ কি এই মানুষটার মাঝে ন্যূনতম অপরাধবোধ দেয়নি?’

আরও পড়ুন

‘যার মধ্যে ন্যূনতম অপরাধবোধ থাকে না তিনি তো সবই করতে পারেন। তার বাহিনীর এক অংশ শেখ হাসিনার প্রতি অন্ধ বিশ্বাস থেকেই তার মতো মিথ্যাচার করেছে। তারাও একই টোনে কথা বলেছে। তারা বিভিন্ন উসকানিমূলক, আক্রমণাত্মক এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত।’ বলেন আইন উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে জানতে পেরেছে তারা (আওয়ামী লীগের কর্মীরা) আরও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এ কারণেই অপারেশন (অপারেশন ডেভিল হান্ট) চালানো হচ্ছে।’

আরএমএম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।