রাজধানীতে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর কেরানীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সাদ্দাম পেশায় ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী মো. মোকাররম হোসেন জানান, আমরা দুইজন একসঙ্গে ভ্যানে করে বালি ও খোয়া আনা নেওয়ার কাজ করি। সকালে আমরা ঘাটারচর এলাকা থেকে ইটের খোয়া নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান সাদ্দামকে ধাক্কা দেয়। এতে সাদ্দাম গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাদ্দামের মৃত্যু হয়।

নিহত সাদ্দামের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায়। তিনি ওই এলাকার মৃত পোশর আলীর সন্তান। ঢাকার কেরানীগঞ্জে নিশানবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। নিহত দুই মেয়ের জনক ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।