লিপন ও আনু মাতব্বর গ্রেফতার

লিবিয়ায় আটকে নির্যাতনের পর মুক্তিপণ দাবি, অতঃপর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫
প্রতীকী ছবি

ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়েছিল দালালরা। পরে দুই জনকে লিবিয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতনের পর চাওয়া হয় মুক্তিপণ। অতিরিক্ত নির্যাতনে ঘটে মৃত্যু।

মৃত্যুর দুটি পৃথক ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন, অন্যতম আসামি লিপন মাতুব্বর ও আনোয়ার ওরফে আনু মাতব্বর।

বুধবার (১২ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি তাপস কর্মকর এসব তথ্য জানান।

তিনি বলেন, ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন করে মুক্তিপণ দাবি ও মৃত্যুর ঘটনায় দুটি পৃথক মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি লিপন মাতুব্বর ও আনোয়ার ওরফে আনু মাতব্বরকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বিকেলে কেরানীগঞ্জ র‌্যাব-১০ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

টিটি/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।