চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া এলজিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মালখানা থেকে লুট হওয়া একটি দেশীয় তৈরি এলজিসহ ইউসুফ শান্ত (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌমুহনী চারিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। এসময় গ্রেফতার শান্তের দেখানো মতে তার বসতঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শান্ত নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য রয়েছে। তাদেরও গ্রেফতারে অভিযান চলছে।

এমডিআইএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।