প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন সামরিক-বেসামরিক কর্মকর্তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫
১৮ দেশের ৯৬ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন

ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশসহ ১৮ দেশের ৯৬ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠেয় ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশসহ ১৮ দেশের ৯৬ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা আজ বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হেড অব ডেলিগেশন হিসেবে মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ ফ্যাকাল্টি সদস্য ও স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।

পরিদর্শন উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এরপর প্রশ্নোত্তর পর্বে প্রাণবন্ত আলোচনা হয়।

টিটি/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।