শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫

শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ২৭ মিনিটে সংগঠনটির পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শ্রদ্ধা জানানোর সময় সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমাসহ কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করছেন বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। স্লোগানে স্লোগানে ভাষা শহীদদের স্মরণ করছেন তারা।

এদিকে শহীদ দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার কড়াকড়ি দেখা গেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এনএস/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।