মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ব্যবসায়ী নিহত
ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. হুমায়ূন আহমেদ (৫৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ঢাকার নবাবগঞ্জের বাগরা এলাকার মো. আরশেদ আলীর সন্তান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।
- আরও পড়ুন
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, যুবক নিহত
- স্থানীয় সরকারব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব
নিহতের স্ত্রী সুবা বেগম জানান, হুমায়ূন আহমেদ পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। সকালে মোটরসাইকেলে করে দোকানে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/এএসএম