প্রধান উপদেষ্টাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৪২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে উত্তর আফ্রিকার আলজেরিয়া। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ বার্তা পৌঁছে দেন তিনি।

প্রধান উপদেষ্টা তার আলজেরীয় প্রতিপক্ষকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দেশটির ব্যবসায়িক প্রতিনিধিদলকে ঢাকা পাঠানোর অনুরোধ করেন, যাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করা যায়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে আলজেরিয়া। মার্চ মাসে ঢাকা সফর করবেন আলজেরিয়ার জ্বালানি মন্ত্রী। বাংলাদেশের বস্ত্র, পাট, ওষুধ, খাদ্য ও ইলেকট্রনিক্সসহ আরও বেশি পণ্য আমদানি করার পরিকল্পনা করছে আলজেরিয়া।

এসময় প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) বাংলাদেশের প্রার্থিতার জন্য আলজেরিয়ার সমর্থন কামনা করেন।

২০২৬-২০২৭ মেয়াদের জন্য আইএমও কাউন্সিলের ক্যাটাগরি ‌‘সি’ নির্বাচনের ভোটগ্রহণ ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে।২০২৮-২০৩০ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) নির্বাচনের ভোটগ্রহণ ২০২৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ২০৩১-২০৩২ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদেও প্রতিদ্বন্দ্বিতা করবে, যার নির্বাচন ২০৩০ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বিএম জামাল হোসেন উপস্থিত ছিলেন।

এমইউ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।