ডিপ্লোমা ডাক্তারদের চাকুরির মর্যাদা দ্বিতীয় শ্রেণী করা হবে


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৪

আগামী ৩ মাসের মধ্য ডিপ্লোমা মেডিকেল ডাক্তাদের চাকুরির মর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এ্যাসোসিয়েশান আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আপনাদের চাকুরির মর্যাদা অবশ্যই দ্বিতীয় শ্রেণী করার ব্যবস্থা করবো।

মোহাম্মদ নাসিম বলেন, আমি আপনাদের কথা দিয়েছি কথা রাখবো। আপনাদেরও কথা দিতে হবে, মানুষের সেবা সঠিক ভাবে করবেন। আগামী ৩ মাসের মধ্য সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনাদের দাবি পূরণ করা হবে।

সংগঠনের সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সভায় সংসদ সদস্য হাবিবে মিল্লাত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।