রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৮ মার্চ ২০২৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সংস্থাটির সদস্য (স্টেট ও ভূমি) প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তাকে চুক্তিতে দুই বছরের জন্য এ নিয়োগ দিয়ে শনিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩ এর ধারা ৪(২) অনুযায়ী ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকার।

আরএমএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।