ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে আহত নারী ব্যাংক কর্মকর্তা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৪ মার্চ ২০২৫
ফাইল ছবি

রাজধানী মতিঝিলে মেট্রেরেল স্টেশনের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন মোছা. কাকলি আক্তার (২২) নামে এক নারী ব্যাংক কর্মকর্তা। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে আহত করেন ছিনতাইকারীরা। ভুক্তভোগী জনতা ব্যাংকের গেন্ডারিয়া শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত ব্যাংব কর্মকর্তা কাকলির স্বামী ইউসুফ জানান, আমার স্ত্রী গেন্ডারিয়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। রাতে মতিঝিল মেট্রো স্টেশনের সামনে দিয়ে রিক্সা নিয়ে যাওয়ার পথে ৩/৪ জন ছিনতাইকারী রিক্সাকে আটকে তাকে আঘাত করে তার কাছে থাকা নগদ ১৮ হাজার টাকা নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসা দেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আমরা জানতে পেরেছি, মতিঝিল এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী ব্যাংক কর্মকর্তা। তাকে আঘাত করে তার কাছে থাকা ১৮ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। পরে তাকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

কাজী আল-আমিন/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।