সড়ক অবরোধ করে কৃষি সম্প্রসারণের ডিজির অপসারণ দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৬ মার্চ ২০২৫
কৃষি সম্প্রসারণের ডিজির অপসারণ দাবিতে অবস্থান

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ ‘আওয়ামী দোসরদের’ অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

রোববার (১৬ মার্চ) দুপুরে সড়কে অবস্থান নেন কর্মকর্তারা। কিছু শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেন। ওই এলাকার আশপাশের রাস্তা বন্ধ করে দেন তারা। এতে ফার্মগেট, খামারবাড়ি ও বিজয় সরণি এলাকায় প্রচণ্ড যানজট তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অবস্থান নেয়। ঘণ্টা দুয়েক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

jagonews24

দুপুর ১২টার দিকে দেখা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলামের (মুকুল) নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলছে। সোয়া ১২টার দিকে টহলরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি ভন্ডুল করে দেন। এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তাদের সরে যেতে দেখা যায়। তবে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা ততক্ষণে খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

অভিযোগ রয়েছে, কৃষির এ প্রাণকেন্দ্রে বিগত কয়েকদিন ধরে দুটি পক্ষ নানান ধরনের অস্থিরতা তৈরি করে চলেছে। একপক্ষ আরেকপক্ষকে দমিয়ে রাখতে নানান ধরনের কর্মসূচি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এনএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।