শরীয়তপুরের উদ্দেশ্যে জিহাদের লাশ


প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে জিহাদের মরদেহ নিয়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তার পরিবার। জিহাদের মামা মনির হোসেন জানান, ময়নাতদন্তসহ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে রোববার সকাল সাড়ে ১০টায় লাশ ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

তিনি বলেন, সময়ের স্বল্পতার কারণে মরদেহ শাহজানপুর নেওয়া হচ্ছে না। জিহাদের বাবা-মা আগেই তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোঁসাইয়ের হাট থানার নাগরপাড়া গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলার সময় দুর্ঘটনাবশত জিহাদ (৪) নামে ওই শিশুটি পরিত্যক্ত গর্তের খোলামুখ দিয়ে ৪শ’ ফুট নিচে পড়ে যায়। পরে শনিবার দুপুরে স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা ওই গর্ত থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।