অতিরিক্ত ভাড়া আদায়, তিন বাস কাউন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৫১ এএম, ২৭ মার্চ ২০২৫

চট্টগ্রামে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন বাস কাউন্টারকে জরিমানা করেছে বিআরটিএ।

বুধবার বিকেলে নগরীর অলংকার, একে খান ও কর্নেল হাঁটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শনে এসব অভিযোগ পেয়ে জরিমানা করেন বিআরটিএ চট্টগ্রামের একটি ভিজিলেন্স টিম।

অভিযানে অলংকার বাঁধন পরিবহন, একে খানস্থ শাহী পরিবহন এবং জোনাকি পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া, বিআরটিএ চট্টমেট্রো সার্কেল-২ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, সিএমপি-ট্রাফিক বন্দর জোনের টিআই মো. মনির।

এমডিআইএইচ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।