প্রধান উপদেষ্টার বিশেষ দূত

বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা নেই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০২ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

থাইল্যান্ডের ব্যাংককের বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে পুনরায় জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বপূর্ণ হলেও এবারের সম্মেলনের আলোচ্য সূচিতে রোহিঙ্গা প্রসঙ্গ নেই। তাছাড়া মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের কারণে সে দেশের রাষ্ট্রপ্রধান সম্মেলনে উপস্থিত হবেন কি না তাও নিশ্চিত নয়।

ড. খলিলুর রহমান জানান, সম্মেলনে অংশগ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ব্যাংককে যাবেন। সম্মেলনের সাইড লাইনের তার সঙ্গে ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এমইউ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।