বাঁশখালীতে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১৪ এএম, ০৬ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ মো. জাবেদ উদ্দিন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুটখালী ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাবেদ উদ্দিন পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রিজ এলাকা থেকে ইয়াবা কারবারি জাবেদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

এমডিআইএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।