স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে ইতালি ভিসাপ্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

ইতালির ভিসা সমস্যা সমাধানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন ইতালির ভিসাপ্রত্যাশীরা। পাশাপাশি এই সমস্যা সমাধানে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে গেছেন আন্দোলনকারীদের চারজন প্রতিনিধি।

আন্দোলনকারীদের প্রতিনিধি ইতালির ভিসাপ্রত্যাশী শাহিন মিয়া জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই ইস্যু নিয়ে আন্দোলন করে আসছি। আমাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না। আজ (মঙ্গলবার) উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে আমাদের চারজন উপদেষ্টার বাসভবনে আছেন। আমাদের এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে। নাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

আন্দোলনকারীরা বলেন, আমরা ইতালি দূতাবাসে দীর্ঘদিন ধরে ওয়ার্ক পারমিট জমা করেও আজ পর্যন্ত প্রায় ২ বছর শেষ হওয়ার পথে কোনো সমাধান পাচ্ছি না। VFS গ্লোবাল আমাদের জমাকৃত ওয়ার্ক পারমিট আবেদন ৯০ কর্মদিবসে নিষ্পত্তি করার কথা বলা থাকলেও আজ পর্যন্ত আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।

তারা আরও অভিযোগ করে বলেন, ভিএফএস গ্লোবাল আগের ভিসার সমস্যার সমাধান না করেই প্রতিদিন জনপ্রতি ২২ হাজার টাকা পর্যন্ত ফি নিয়ে নতুন ভিসার আবেদন জমা নিচ্ছে।

সর্বোপরি আমাদের ভুক্তভোগীদের একটাই দাবি- দ্রুত এম্বাসিতে জমা করা ওয়ার্ক পারমিটের কার্যক্রম সমাধান করবে এবং তার একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করুক। এছাড়াও ইতালি অ্যাম্বেসি ২০২৩ আগস্ট থেকে সিরিয়াল অনুযায়ী দুলঙ্কা নিষ্পত্তি করুক।

আরএএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।