তেজগাঁওয়ে ট্রাক টার্মিনাল নির্মাণকাজ দ্রুত শুরুর তাগিদ
রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক টার্মিনাল নির্মাণের তাগিদসহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিচালনা পর্ষদ। এছাড়া নিমতলী ও আনন্দবাজারে বাংলাদেশ রেলওয়ের জমি দখলমুক্ত করে নিমতলীতে সিটি বাস টার্মিনাল গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) পরিচালনা পর্ষদের ১৭তম সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিটিসিএ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সভায় ডিটিসিএ’র অভ্যন্তরীণ বিষয়াদিসহ গুরুত্বপূর্ণ ১১টি বিষয়ে আলোচনা হয়। এছাড়া আলোচ্যসূচির বাইরে আরও কিছু বিষয়ে আলোচনা হয়।
সভায় গণপরিবহনে সমন্বিত টিকেটিং ব্যবস্থা এবং ক্লিয়ারিং হাউস ব্যবস্থাপনা আইন-২০২৫, ডিটিসিএ কর্মচারীদের জন্য ভবিষ্য তহবিল প্রবিধানমালা, সমন্বিত টিকেট সিস্টেম ব্যবস্থাপনা কোম্পানি গঠনের পূর্ব পর্যন্ত ক্লিয়ারিং হাউস পরিচালনা, র্যাপিড পাসের চলমান সেবা নিশ্চিতকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যে ক্লিয়ারিং হাউস সেল গঠন, জনবল কাঠামো ও অর্থায়ন এবং র্যাপিড পাস বাবদ গ্রাহক থেকে প্রাপ্ত জামানত ও ক্লিয়ারিং হাউসের কমিশন বাবদ প্রাপ্ত অর্থ, টিসিইসি থেকে প্রাপ্ত আয় ও ডিটিসিএর বিভিন্ন উৎস থেকে আয়কৃত অর্থের ব্যবহার নীতিমালা প্রণয়নের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এছাড়া ডিটিসিএ কর্তৃক প্রস্তুতকৃত কিউআর কোড ভিত্তিক টিকেটিং সিস্টেম মেট্রোরেল এবং বাস সার্ভিসে চালুকরণ এবং ডিটিসিএর প্রাতিষ্ঠানিক অভ্যন্তরীণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সদস্য সচিব ও ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ উপস্থাপন করেন।
- আরও পড়ুন
- ১০৪৮৭ জনের হজযাত্রা নিয়ে শঙ্কা
- দোকান-সুপারশপে ‘ইসরায়েলি পণ্য’ না রাখতে হুমকি, আতঙ্কে ব্যবসায়ীরা
সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) চলমান প্রকল্পসমূহ নিয়ে আলোচনা হয়। বর্তমানে ডিটিসিএ-তে ৫টি জনগুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে। বৃহত্তর ঢাকা অঞ্চলের জন্য কৌশলগত পরিবহন পরিকল্পনা হালনাগাদ, ক্লিয়ারিং হাউস ও সমন্বিত টিকেটিং ব্যবস্থা প্রবর্তন ফেইজ-২, বাস রুট রেশনালাইজেশন, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরীর জন্য পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন এবং চট্টগ্রাম মহানগরীর জন্য পরিবহন মহাপরিকল্পনা ও নগর মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই প্রকল্প চলমান রয়েছে।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) শেখ মইনউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সবাইকে নিজ দপ্তর, সংস্থা বা সংগঠনের জন্য কাজ না করে সরকার ও দেশের পক্ষে একযোগে কাজ করার কথা ভাবতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় যেসব সিদ্ধান্ত, সুপারিশ ও মতামত দেওয়া হয়
১. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিনকে সভাপতি করে ডিটিসিএ পরিচালনা পর্ষদের পক্ষে কার্যকর সমন্বয় সাধনের জন্য একটি কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটিতে সংশ্লিষ্ট সংগঠন/দপ্তর/সংস্থা প্রধান বা এর প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি প্রতি মাসে একটি সভা করবে।
২. বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম গতিশীল করে পুরো ঢাকা মহানগরীতে ধীরে ধীরে প্রতি রুটে একক কোম্পানি ভিত্তিক ফ্রাঞ্চাইজ সিস্টেমের আওতায় বাস পরিচালনার বিষয়ে তাগিদ দেওয়া হয়।
৩. সভায় সিটি বাস সার্ভিস পরিষেবার মানোন্নয়ন ও যাত্রীসেবা সর্বোচ্চ গুরুত্ব দিতে সরকারি-বেসরকারি বাস অপারেটরদের টিকিট থেকে প্রাপ্ত রাজস্ব ঝুঁকির দায়-দায়িত্ব সরকারের গ্রহণ করার বিষয়ে মতামত দেওয়া হয়।
৪. তেজগাঁওয়ে ট্রাক টার্মিনাল নির্মাণের বিষয়ে তাগিদ দেওয়া হয় এবং প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন পর্যায়ের সময়ে ট্রাক রাখার জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশকে নির্দেশনা দেওয়া হয়।
৫. বাংলাদেশ রেলওয়ের নিমতলী ও আনন্দবাজারের দখলকৃত জমি দখলমুক্ত করে নিমতলীতে সিটি বাস টার্মিনাল গড়ে তোলার বিষয়ে নির্দেশ দেওয়া হয়।
৬. যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়ক, মহাখালী উড়ালসড়ক ও তেজগাঁও উড়ালসড়কে যানচলাচল নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে সুষ্ঠু সমন্বয় ও ট্রাফিক চলাচল বিষয়ে কার্যক্রম গ্রহণে বিআরটিএ, ডিটিসিএ, ডিএমপি, সিটি করপোরেশন এবং বাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৭. ঢাকা মহানগরীর সড়কে যানবাহন চলাচলের চাপ কমাতে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা বাইপাস সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার বিষয়ে তাগিদ দেওয়া হয়।
৮. ডিটিসিএ কর্তৃক প্রস্তুতকৃত কিউআর কোড ভিত্তিক টিকেটিং সিস্টেম মেট্রোরেল এবং বাস সার্ভিসে চালু করার বিষয়ে পর্যালোচনার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিনকে সভাপতি করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে আইসিটি মন্ত্রণালয়, ফিনটেক কোম্পানি থেকে সদস্য রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
৯. হাইকোর্ট মোড়/শিক্ষা ভবন থেকে উত্তরা, আব্দুল্লাহপুর পর্যন্ত পাইলট করিডোরে ২২টি ট্রাফিক সিগন্যাল স্থাপনে প্রধান উপদেষ্টার নির্দেশে হোম গ্রোন ট্রাফিক সিগন্যাল স্থাপনের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বুয়েট, ডিটিসিএ ও পুলিশের ট্রাফিক বিভাগকে তাগিদ দেওয়া হয়।
এসইউজে/কেএসআর/এএসএম