নেদারল্যান্ডসে রপ্তানির পোশাক সীতাকুণ্ডে চুরি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৩ এপ্রিল ২০২৫

 

নেদারল্যান্ডসে রপ্তানির জন্য গাজীপুর থেকে চট্টগ্রাম বন্দরে পাঠানো ৪০ লাখ টাকার তৈরি পোশাক চুরির ঘটনায় জামাল ও রাকিব নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে রপ্তানির এসব তৈরি পোশাকসহ একটি কাভার্ডভ্যান চুরি হয়। ওইদিন রাতেই নোয়াখালী থেকে এসব পোশাক উদ্ধার এবং শনিবার ফেনী এলাকা থেকে কাভার্ডভ্যান উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীপুরের দ্বীপ নিটওয়ার গার্মেন্টস থেকে নেদারল্যান্ডসে রপ্তানির জন্য আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের এক হাজার ৫৬৪ কার্টন তৈরি পোশাক চট্টগ্রাম বন্দরে পাঠানো হচ্ছিল। পথে সীতাকুণ্ড এলাকা থেকে পোশাকসহ কাভার্ডভ্যানটি উধাও হয়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিকপক্ষ থানায় মামলা দায়ের করেন। পাশাপাশি ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নোয়াখালী এলাকা থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। পরে ফেনী থেকে চোরাই কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার মালামাল আদালতের নির্দেশে শনিবার রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত দুজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়তি অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

এমডিআইএইচ/ইএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।