প্রধান উপদেষ্টা

অতীশ দীপঙ্করের ইতিহাস মুছে যাওয়ার নয়, সগৌরবে তুলে ধরার ইতিহাস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অতীশ দীপঙ্করের ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না। এর ইতিহাস তো সাগৌরবে তুলে ধরার ইতিহাস।

তিনি বলেন, ওই সময় তো যানবাহন ছিল না। কীভাবে এত কিছু পার হয়ে, হিমালয় পর্বত পার হয়ে এত দূরে চীনে গেল, বৌদ্ধ ধর্ম প্রচার করলো? আজ পর্যন্ত মানুষ তাকে সেখানে চেনে। আজ যে ভিত্তিপ্রস্থর স্থাপন হলো, সেটা সেই ইতিহাসের একটা অংশ।

রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রতি চীন সফরে গিয়েছিলাম। প্রত্যেকটি সভায় অতীশ দীপঙ্করের কথা উল্লেখ করেছি। কীভাবে তিনি বাংলাদেশ থেকে সেখানে গিয়ে বৌদ্ধধর্ম প্রচারে নেমেছিলেন। অতীশ দীপঙ্করের কথা চীনের অনেকেই জানেন।

ড. ইউনূস আরও বলেন, চীনের মানুষ জানলেও আমি নিজেও কখনো তার বাড়িতে যাইনি, তার অবদান সম্পর্কে খোঁজ খবরও নেইনি। শুধু বলেছি চীনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অতীশ দীপঙ্করের ছবি রয়েছে। তিনি আমাদের নিজের দেশের মানুষ অথচ তার সম্পর্ক আমাদের ভূমিকা দুর্বল।

এমইউ/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।