জাদুঘরের সামনে দিনভর বর্ষবরণ অনুষ্ঠান সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৪ এপ্রিল ২০২৫

বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মিলে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি-সারি, পুঁথিপাঠ, গম্ভীরা ও নাটিকা নিয়ে আয়োজিত হচ্ছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘ঐ নূতনের কেতন ওড়ে’ স্লোগানে বাংলা বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান সাজানো হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত হয় এ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

সরজমিনে দেখা যায়, বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও আনন্দ শোভাযাত্রার কারণে দুপুর দেড়টার দিকে শুরু হয় এ আয়োজন। দর্শনার্থীদের নানান দেশাত্মবোধক গানে সুর মিলাতে ও আয়োজিত অনুষ্ঠান আগ্রহের সঙ্গে উপভোগ করতে দেখা যায়।

এতে সাংস্কৃতিক পরিবেশনা করছে সাইমুম শিল্পীগোষ্ঠী, অনুপম সাংস্কৃতিক সংসদ, জাগরণ শিল্পীগোষ্ঠী, উচ্চারণ শিল্পীগোষ্ঠী, সন্দীপন সাংস্কৃতিক সংসদ, সওগাত সাংস্কৃতিক সংসদ, নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, স্পন্দন সাংস্কৃতিক সংসদ, মহানগর ও রাজধানী শিল্পীগোষ্ঠী, মহানগর নাট্যসংসদ, রাজধানী থিয়েটার ও স্বপ্নবাড়ী সাংস্কৃতিক সংসদ।

এএএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।